সূত্রের খবর, প্রাক্তন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন অভিযুক্ত। কিন্তু তাতে রাজি ছিলেন না যুবতী। এই নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কিও হয়েছিল। বিয়ের জন্য জোরাজুরি করেন যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, প্রাক্তন প্রেমিকের প্রস্তাবে রাজি না-হওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
advertisement
আরও জানা গিয়েছে, কয়েকমাস আগেই ব্যাঙ্গালোরে তরুণীর ওপর হামলা করেছিল ওই যুবক৷ যার ফলে মাথায় আঘাতও পান তিনি, মাথায় সেলাই পরে পরবর্তীতে গ্রেফতারও করা হয় অভিযুক্ত যুবককে৷ রেকি করেই হামলার ছক করা হয়েছিল৷ গুলি করেই পলাতক অভিযুক্ত৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক বিহারের বাসিন্দা ৷ ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে যাদবপুর থানার পুলিশ৷
জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রবি কুমার ভরদ্বাজ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের ব্যাঙ্গালোরে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থা ছিল। যেখানে ২০২২ থেকে চাকরি করত কলকাতার বিজয়গড়রের বাসিন্দা এই তরুণী। তারপর সেখান থেকেই যুবকের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠতা তৈরি হয়। যুবক বিবাহিত সে তথ্য আড়াল রেখেই তরুণীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। তরুণী বিষয়টি জানতে পারার পরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ব্যাঙ্গালোরে থাকাকালীন তরুণীর উপরে চপার দিয়ে আঘাত করে অভিযুক্ত যুবক। স্থানীয় পুলিশের হাতে গ্রেফতার হয় বেশ কয়েকমাস জেলও খাটে অভিযুক্ত যুবক। এর আগে কয়েকমাস আগে তরুণীর বিজয়গড়ের বাড়িতে এসে ঝামেলা করে ওই যুবক। তারপর কাল ফের আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়ে আসে হামলা ও গুলি চালিয়ে পালায় যুবক।
