TRENDING:

ED Raid: রাজ্যে ফের সক্রিয় ইডি! সকাল সকাল একাধিক জায়গায় তল্লাশি..গোয়েন্দাদের তালিকায় বেন্টিঙ্ক স্ট্রিট, আসানসোল, ঝাড়গ্রাম

Last Updated:

তার পাশাপাশি বেআইনি হবে বালি তোলারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ব্যবসায় কীভাবে কারা কারা টাকা খাটাতো এইসব বিস্তারিত জানতেই তল্লাশি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বালিপাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডির গোয়েন্দারা৷ বৃহস্পতিবার সকাল সকাল রাজ্যের একাধিক জায়গায় হানা দেন তদন্তকারীরা৷ ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন জায়গায়। ঝাড়গ্রামের চারটি জায়গাতেও যায় এনফোর্স ডিরেক্টরেটের তদন্তকারী দল। বর্ধমানেও অভিযানে যাওয়ার কথা তাঁদের৷কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও গিয়েছেন ইডির তদন্তকারীরা।
News18
News18
advertisement

সূত্রের খবর, এই তল্লাশির সমস্তটাই বালি খাদানের ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে৷ এই ব্যবসায়ীদের মাধ্যমেই কালো টাকা সাদা করা হত বলে অভিযোগ৷

আরও পড়ুন: আবারও বড় দাবি ট্রাম্পের…রাশিয়ার থেকে আর তেল কিনবে না ভারত, মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন মোদি, কিন্তু সত্যি কোনটা?

তার পাশাপাশি বেআইনি হবে বালি তোলারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ব্যবসায় কীভাবে কারা কারা টাকা খাটাতো এইসব বিস্তারিত জানতেই তল্লাশি৷

advertisement

আরও পড়ুন: পাকিস্তানকে ভাল খেলা দেখাচ্ছে আফগানিস্তান! তালিবান, টিটিপি-র সাঁড়াশি চাপে দম ছুটছে…পাল্টা হামলায় পর পর মৃত্যু

আসানসোলের মুর্গাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই মণীশ বালির কারবারের সঙ্গে যুক্ত।

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

আর অন্যদিকে, অরুণ সরফ কলকাতার একটি কোম্পানি জি ডি মাইনিং প্রাইভেট লিমিটেডের সাথে যুক্ত ও ডিরেক্টর ছিলেন৷ এই সংস্থার বিরুদ্ধে অবৈধ বালি উত্তোলন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে৷ যার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সম্প্রতি ২২টি জায়গায় তল্লাশি চালিয়েছে৷ যার মধ্যে রয়েছে কোম্পানি এবং সরফের সাথে সম্পর্কিত সম্পত্তি৷ তল্লাশির পরে একাধিক নথি এবং নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। কোম্পানিটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সরফকে অন্যদের সাথে ডিরেক্টর হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ED Raid: রাজ্যে ফের সক্রিয় ইডি! সকাল সকাল একাধিক জায়গায় তল্লাশি..গোয়েন্দাদের তালিকায় বেন্টিঙ্ক স্ট্রিট, আসানসোল, ঝাড়গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল