ডেল্টা জুটমিলের শ্রমিকদের পিএফের প্রায় ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগকে সামনে রেখে তদন্তে নেমেছে ইডি। শহরের ৪বি কাউন্সিল হাউস স্ট্রিটের অফিস এবং মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে ইডি।
আরও পড়ুন-রাতের তাপমাত্রা অনেকটাই বাড়ল, আজ মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? জেনে নিন
আগে এই জুট মিলের বিরুদ্ধে শ্রমিকদের কুড়ি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা উঠেছিল বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কর্তৃপক্ষের বিরুদ্ধে কোম্পানি আইনের ৪৪৭ ধারায় তদন্তকারী এসএফআইও আধিকারিকদের অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ ছিল পুলিশের এফআইআর-এর ভিত্তিতে বিষয়টির তদন্ত করবে ইডি।
advertisement
এই কোম্পানির বিরুদ্ধে পিএফের টাকা চোট যাওয়ার অভিযোগ দায়ের করেছিলেন কোম্পানির শ্রমিকরা। প্রায় ২০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ ছিল এই বিষয়কে সামনে রেখেই শুরু হয় তদন্ত। পরবর্তীতে বিচারপতির নির্দেশ মেনে তদন্তের হাল ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
