এই অভিযানের নেতৃত্বে ছিলেন রেলওয়ে ম্যাজিস্ট্রেট এবং তাকে সহায়তা করে একটি বিশেষ এনফোর্সমেন্ট দল, যেখানে ৪৪ জন টিকিট পরীক্ষক (টিটিই), ৯ জন রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্য এবং ১ জন সরকারি রেলওয়ে পুলিশ বাহিনীর (জিআরপিএফ) সদস্য ছিলেন। এর ফলে অভিযান চলাকালীন কার্যকর সমন্বয় এবং জোরালো প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হয়।
advertisement
অভিযান চলাকালীন মোট ৫৮৭টি টিকিট সংক্রান্ত অনিয়মের ঘটনা ধরা পড়ে। এর মধ্যে ছিল ৩৮৮টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ১৫৬টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা এবং ৪৩টি স্টেশন চত্বরে আবর্জনা ফেলার ঘটনা। সমস্ত অপরাধীদের প্রচলিত রেল নিয়ম অনুযায়ী জরিমানা করা হয়, যা রেল চত্বরে টিকিট সংক্রান্ত শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বকে তুলে ধরে।
হাওড়া ডিভিশনের এক রেল আধিকারিক জানিয়েছেন, এই অভিযান রাজস্ব ফাঁকি রোধ, দায়িত্বশীল ভ্রমণ আচরণ প্রচার এবং যাত্রীদের জন্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল স্টেশন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে হাওড়া ডিভিশনের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।
পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন সমস্ত যাত্রীদের সঠিক ও বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে এবং অসুবিধা ও জরিমানা এড়াতে রেলের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে। যাত্রীদের ভারতীয় রেলওয়ের সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম RailOne অ্যাপ ব্যবহার করতেও উৎসাহিত করা হচ্ছে, যার মাধ্যমে নির্বিঘ্ন, সুবিধাজনক এবং দক্ষ অনলাইন টিকিট বুকিং ও অন্যান্য যাত্রী পরিষেবা পাওয়া যায়। প্রকৃত যাত্রী এবং সুশৃঙ্খল রেল ভ্রমণের স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।
সাম্প্রতিক সময়ে হাওড়া ডিভিশনে বিনা টিকিটের যাত্রীদের যাতায়াত বাড়ছিল। একাধিক স্টেশনে টিকিট চেকিং অভিযান চলছিল। এবার অভিযান চালানো হল হাওড়া স্টেশনেই।
