একই সঙ্গে এখনও ভ্যাকসিন নিয়ে উঠতে পারেননি। তবুও পুজো তো হবেই। কিন্তু কেমন ভাবে হবে কত বাজেটে হবে সে সব নিয়ে পরিকল্পনায় ব্যস্ত কমিটি গুলো। এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি অনেক পুজো কমিটির কর্মকর্তারা। তার ছবি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে কুমোরটুলিতে। একই সঙ্গে বিদেশ থেকে ঠাকুর বরাতের সংখ্যাও এবার অনেক কম। মৃৎশিল্পী মিন্টু পাল বলেন, 'করোনার জন্য কবে থেকে আন্তর্জাতিক বিমান জাহাজ চলাচল স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। তাই বিদেশের পুজো কমিটি গুলো এবার এই অনিশ্চয়তার জন্য ঠাকুর অর্ডার দেয়নি।'তবে তার মাঝেই দু'চারটে ঠাকুরের বরাত এবার পেয়েছেন কুমোরটুলির শিল্পীরা।
advertisement
বার্লিনের বাঙালিরা এবার নতুন একটি পুজো আয়োজন করতে চলেছে। তারা মিন্টু পালের কাছে ঠাকুর তৈরির বরাত দিয়েছে। তিনি বলেন, 'অন্যান্য বার বিদেশে বেশ কয়েকটা করে ঠাকুর পাঠিয়ে থাকি। কিন্তু এবার সংখ্যাটা মাত্র দুই।' দুটির মধ্যে একটি এসেছিল আমেরিকার নিউ জার্সি থেকে। সেই ঠাকুর অনেক দিন আগেই পৌঁছে দিয়েছেন শিল্পী। আর দ্বিতীয়টি এসেছে জার্মানির বার্লিনে থেকে। সম্পূর্ণ ফাইবারে মা দুর্গার মূর্তি দিন কয়েকের মধ্যেই জাহাজে করে সিঙ্গাপুর হয়ে রওনা হয়ে যাবে বার্লিনের উদ্দেশ্যে।
SOUJAN MONDAL