TRENDING:

Crime: মাথায় আঘাত, দমদমে একাকী বৃদ্ধার মৃত‍্যু! লুটপাট নাকি...‘খুনের’ কারণ ঘিরে দানা বাঁধছে রহস‍্য

Last Updated:

দমদম গোরাবাজার অঞ্চলে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দমদম: দমদম গোরাবাজার অঞ্চলে একাকী বৃদ্ধার রহস্য মৃত্যু। খুনের অভিযোগ পরিবারের।গোরাবাজার অঞ্চলে নিজস্ব বাড়িতে একাই থাকতেন ৬৮ বছরের বৃদ্ধা তারা শর্মা।

মাথায় আঘাত, দমদমে একাকী বৃদ্ধার মৃত‍্যু! লুটপাট নাকি...‘খুনের’ কারণ ঘিরে দানা বাঁধছে রহস‍্য
মাথায় আঘাত, দমদমে একাকী বৃদ্ধার মৃত‍্যু! লুটপাট নাকি...‘খুনের’ কারণ ঘিরে দানা বাঁধছে রহস‍্য
advertisement

মঙ্গলবার সকালে তাঁকে এলাকাতেও দেখা যায়। এরপর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃদ্ধার মেয়ে বারংবার ফোন করার পরও যোগাযোগ করতে না পারায়, বাড়িতে ছুটে আসেন।

অনেক ডাকাডাকির পরেও সাড়া না দেওয়া দমদম থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরিবারের অভিযোগ, একাকী বৃদ্ধাকে কেউ বা কারা খুন করেছে।

advertisement

আরও পড়ুন: ‘মা-বাবা আমি JEE পারব না…’ কাগজে লেখা ৫ লাইন! ফের কোটায় আত্মঘাতী ১৮-র হবু ইঞ্জিনিয়ার

বৃদ্ধার মাথায় ও শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আঘাতের ফলেই তাঁর মৃত্যু ঘটেছে। কী কারনে খুন তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

লুটের উদ্দেশ্য খুন নাকি অন্য কোনও রহস্য রয়েছে তার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দমদম থানার পুলিশ। মাস ছয়েক আগে বৃদ্ধার স্বামী মারা যান। বৃদ্ধার স্বামী অশোক শর্মা একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত ছিলেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime: মাথায় আঘাত, দমদমে একাকী বৃদ্ধার মৃত‍্যু! লুটপাট নাকি...‘খুনের’ কারণ ঘিরে দানা বাঁধছে রহস‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল