জানা গিয়েছে, নেতাজি ভবন থেকে যতীন দাস পার্ক মেট্রো লাইন পর্যন্ত জল জমে থাকায় বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। এই গোটা সময়টাই দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালানো হয় মেট্রো। অন্যদিকে টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম অবধি মেট্রো চালানো হয়। মাঝের অংশে বন্ধ থাকে পরিষেবা।
আরও পড়ুন: নন্দীগ্রাম নিয়ে বিশেষ কৌশল…কী প্ল্যান করছেন অভিষেক? ক্যামাক স্ট্রিটে আজ জেলাওয়াড়ি বৈঠক
advertisement
চলতি বছরে সুড়ঙ্গে জল ঢুকে একাধিকবার বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিশেষজ্ঞদের অনুমান, সুড়ঙ্গের যে এক্সপ্যানসন জয়েন্ট রয়েছে সেখানে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই হয়ত বারবার টানেলে জল ঢুকছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান পার্থ প্রতিম বিশ্বাস, জানিয়েছেন, কংক্রিটের স্ট্রাকচার রয়েছে। সেই স্ট্রাকচারে কোথাও ফাটল রয়েছে কিনা সেটা মনিটরিং যথাযথ ভাবে হচ্ছে না। না হলে এইভাবে জল ঢুকত না।
