TRENDING:

Taxi driver murder: চোখের সামনে ট্যাক্সি চুরি, রুখতে গিয়ে মৃত চালক! সাতসকালে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

গাড়ি থামাতে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন মহম্মদ ফিরোজ৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই ট্যাক্সিচালককে একটি লাইট পোস্টের সঙ্গে পিষে দেয় অভিযুক্ত যুবক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাস্তার পাশে ট্যাক্সি দাঁড় করিয়ে গাড়ি ধুচ্ছিলেন চালক৷ হঠাৎই সেই ট্যাক্সি চুরি করে পালানোর চেষ্টা করে এক যুবক৷ চোখের সামনে ট্যাক্সি চুরি হয়ে যেতে দেখে থামাতে যান চালক৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই চালককে কার্যত পিষে দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত৷
এই ট্যাক্সি বাঁচাতে গিয়ে প্রাণ যায় মহম্মদ ফিরোজের (ডান দিকে)৷
এই ট্যাক্সি বাঁচাতে গিয়ে প্রাণ যায় মহম্মদ ফিরোজের (ডান দিকে)৷
advertisement

মঙ্গলবার সকালে এমনই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী থাকল কলকাতার জাকারিয়া স্ট্রিট৷ গুরুতর আহত অবস্থায় ওই মাঝবয়সি ট্যাক্সি চালককে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অভিযুক্ত যুবককে অবশ্য ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ পরে পুলিশ তাকে গ্রেফতার করে, উদ্ধার হয়েছে ট্যাক্সিটিও৷

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ জাকারিয়া স্ট্রিটের ধারে ট্যাক্সি দাঁড় করিয়ে গাড়ি পরিষ্কার করছিলেন মহম্মদ ফিরোজ (৫২) নামে ওই ট্যাক্সি চালক৷ হঠাৎই তিনি লক্ষ্য করেন, গাড়িটি চলতে শুরু করেছে৷ তখনই তিনি দেখেন, এক যুবক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করছে৷

advertisement

আরও পড়ুন: বাবা এবং সৎ মায়ের গলা কেটে খুন! দু বছর পর ছেলেকে চরম শাস্তি দিল চুঁচুড়া আদালত

গাড়ি থামাতে ট্যাক্সির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন মহম্মদ ফিরোজ৷ কিন্তু গাড়ি না থামিয়ে ওই ট্যাক্সিচালককে একটি লাইট পোস্টের সঙ্গে পিষে দেয় অভিযুক্ত যুবক৷ বুকে এবং পেটে গুরুতর আঘাত লাগে ওই ট্যাক্সি চালকের৷

advertisement

যদিও স্থানীয় বাসিন্দারাই গাড়ি সমেত ওই অভিযুক্তকে ধরে ফেলেন৷ ধৃত যুবকের নাম জাভেদ আহমেদ (২৯)৷ তাঁকে গ্রেফতার করে জোড়াসাঁকো থানার পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গুরুতর আহত অবস্থায় ওই ট্যাক্সি চালককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পরে মৃত ট্যাক্সি চালকের ছেলে মহম্মদ ইমরোজ জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন৷ মৃত ট্যাক্সি চালক জোড়াসাঁকো থানা এলাকার রাজ মোহন স্ট্রিটের বাসিন্দা ছিলেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Taxi driver murder: চোখের সামনে ট্যাক্সি চুরি, রুখতে গিয়ে মৃত চালক! সাতসকালে কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল