বৃহস্পতিবার ডঃ শান্তনু সেনকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। আর সেখানেই দোষী সাব্যস্ত হয়েছেন শান্তনু। তাই তাঁর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হল। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন।
advertisement
দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে চিকিত্সক তথা তৃণমূল নেতা শান্তনু সেনের বিরুদ্ধে। এদিন ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পরেই ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেতুর কৃপায় ব্যাঙ্কে উপচে পড়বে টাকা
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল’কে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে শান্তনুর বিরুদ্ধে। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।