গতকাল রানাঘাটে বিজেপি-র পরিবর্তন সংকল্প যাত্রার সভায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ৷ বিজেপি-র সংগঠনের মূলস্রোতে ফেরার পর এটিই ছিল দিলীপ ঘোষের প্রথম সভা৷ সেই সভাতেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সামনে দিলীপ বলেন, পরিবর্তন তো এমনিতেই হবে৷ কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি৷ অনেকে বলতে পারেন, আপনার বোধহয় আর বাইরে থাকতে ভাল লাগছে না, মন্ত্রী হতে চাইছেন৷ নিশ্চয়ই মন্ত্রী হব৷ মন্ত্রী তো হতেই হবে৷ নাহলে আপনাদের জীবনে পরিবর্তন আসবে কী করে?
advertisement
এ দিন অবশ্য অবস্থান বদল করে দিলীপ বলেন, অনেকেই আমার কথা বুঝতে পারেননি৷ এখনও দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে৷ আমি বলেছি আমরা পরিবর্তন করছি, এখানে সরকার গঠনও হবে, মন্ত্রী-মুখ্যমন্ত্রীও হবে৷ মানুষের জীবনেও পরিবর্তন করব৷ দিলীপ ঘোষ মন্ত্রী কেন, বুথ সভাপতিও হতে আসেনি৷ পরিবর্তন করতে এসেছে৷
মাত্র কয়েকদিন আগেও রাজ্য বিজেপি-তে কোণঠাসা ছিলেন দিলীপ ঘোষ৷ কিন্তু অমিত ঘোষের সাম্প্রতিক রাজ্য সফরের পর ফের বিজেপি-র সংগঠনে প্রাসঙ্গিক হয়েছেন দিলীপ৷ গতকাল রানাঘাটের পর এ দিন হাবরাতেও শমীক ভট্টাচার্যের সঙ্গে সভা করেন দিলীপ৷ তার আগে এ দিন সকালেই নিজের গতকালের মন্তব্যের ব্যাখ্যা দেন দিলীপ ঘোষ৷
সূত্রের খবর, দিলীপ ঘোষকে সংগঠনে ফের প্রাসঙ্গিক করলেও তাঁর মুখে লাগাম পরানোর নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ দিলীপ যাতে রাজনৈতিক বিষয়েও বিতর্কিত মন্তব্য করে দলকে বিপাকে না ফেলেন, সে বিষয়ে কড়া নির্দেশ রয়েছে৷ সম্ভবত সেই কারণেই দিলীপ তাঁর মন্ত্রী হওয়ার বাসনার কথার ব্যাখ্যা দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
