এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ। গতবারের ভাইফোঁটা অনুষ্ঠানেও দলের মহিলা কর্মী সমর্থকদের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠমহলে নিজের অভিমানের কথা বলেছেন। কী সেই অভিমান?
‘যখন বোনেদের রক্ষার প্রতিশ্রুতিই রাখতে পারব না তখন আর ভাইফোঁটা নিয়ে কি লাভ?’ দিলীপ ঘনিষ্ঠমহলে এও বলেছেন ‘বাংলার যা পরিস্থিতি তাতে কোনও বোনকে রক্ষার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলেই এবছর ফোঁটা ‘বয়কট’ এর পথ বেছে নেন তিনি। যদিও সমাজ মাধ্যমে ভাইফোঁটার বার্তা দিতে ভোলেননি প্রবীণ বিজেপি নেতা।
advertisement
ভাইফোঁটা অনুষ্ঠানে সরাসরি যোগ না দিলেও দিলীপ ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যেখানে দিলীপ ঘোষের বার্তা,’ভাই বোনের সুন্দর সম্পর্কের উদযাপন এই ভাইফোঁটা। আসুন আমরা সকল বোনদের রক্ষা করার অঙ্গীকার নিই।’
একদিকে যখন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতৃত্বকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাইফোঁটা অনুষ্ঠানে দেখা গেল ঠিক তখনই নিজেকে আরজি কর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী সুরক্ষা ইস্যুতে ভাইফোঁটায় ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ ঘোষ।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী