TRENDING:

Dilip Ghosh: ভাইফোঁটায় নিজেকে 'গৃহবন্দী' রাখলেন দিলীপ ঘোষ! কিন্তু কেন? ফাঁস হল আসল কারণ!

Last Updated:

Dilip Ghosh: এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে 'গৃহবন্দী' রাখলেন দিলীপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যে কোনও উৎসব অনুষ্ঠানে স্বমহিমায় থাকতে দেখা যায় তাঁকে। দলীয় কর্মী সমর্থক অনুগামীদের নিয়ে কয়েকদিন আগে বিজেপির ৬ নম্বর মুরলিধর সেন লেনের অফিসেও খোস মেজাজে বিজয়া সম্মিলনীতে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ভাইফোঁটাতে হল কী দিলীপ ঘোষের?
 দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

এই প্রথম রবিবার ভাইফোঁটার দিন নিজেকে ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ। গতবারের ভাইফোঁটা অনুষ্ঠানেও দলের মহিলা কর্মী সমর্থকদের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গিয়েছিল বিজেপির প্রাক্তন সাংসদ, রাজ্য সভাপতি তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। সূত্রের খবর, দিলীপ ঘোষ তাঁর ঘনিষ্ঠমহলে নিজের অভিমানের কথা বলেছেন। কী সেই অভিমান?

‘যখন বোনেদের রক্ষার প্রতিশ্রুতিই রাখতে পারব না তখন আর ভাইফোঁটা নিয়ে কি লাভ?’ দিলীপ ঘনিষ্ঠমহলে এও বলেছেন ‘বাংলার যা পরিস্থিতি তাতে কোনও বোনকে রক্ষার প্রতিশ্রুতি দিতে পারবেন না বলেই এবছর ফোঁটা ‘বয়কট’ এর পথ বেছে নেন তিনি। যদিও সমাজ মাধ্যমে ভাইফোঁটার বার্তা দিতে ভোলেননি প্রবীণ বিজেপি নেতা।

advertisement

ভাইফোঁটা অনুষ্ঠানে সরাসরি যোগ না দিলেও দিলীপ ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। যেখানে দিলীপ ঘোষের বার্তা,’ভাই বোনের সুন্দর সম্পর্কের উদযাপন এই ভাইফোঁটা। আসুন আমরা সকল বোনদের রক্ষা করার অঙ্গীকার নিই।’

একদিকে যখন বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক নেতৃত্বকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাইফোঁটা অনুষ্ঠানে দেখা গেল ঠিক তখনই নিজেকে আরজি কর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী সুরক্ষা ইস্যুতে ভাইফোঁটায় ‘গৃহবন্দী’ রাখলেন দিলীপ ঘোষ।

advertisement

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ভাইফোঁটায় নিজেকে 'গৃহবন্দী' রাখলেন দিলীপ ঘোষ! কিন্তু কেন? ফাঁস হল আসল কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল