দিলীপ ঘোষের সংযোজন, ”হয়ত দলের ভেতরে যে সমস্ত কথা বলা উচিত উনি তা প্রকাশ্যে বলে ফেলছেন। সেটা নিয়েই সমস্যা হচ্ছে। অনুপম হাজরার রাজনৈতিক অভিজ্ঞতা কতটা রয়েছে তা আমার জানা নেই। উনি কর্মীদের ও দলের ভালর জন্য যেটা বলতে চাইছেন তা পার্টির বিরুদ্ধে চলে যাচ্ছে। ফেসবুক কিংবা প্রকাশ্যে যেভাবে উনি (অনুপম হাজরা) বক্তব্য রাখছেন, এটা ঠিক নয়। নির্দিষ্ট ফোরামে ওঁর বলা উচিত।”
advertisement
আরও পড়ুন: রেশনে কত কোটির দুর্নীতি হয়েছে বাংলায়? ইডির দাবি যা, শুনলে চমকে ওঠা ছাড়া উপায় থাকবে না
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে বিজেপির এ রাজ্যের একমাত্র দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। দল এবং দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও নিশানা করেছেন অনুপম।
আরও পড়ুন: চাল-আটা কিছুই বাদ যাচ্ছে না! দেদার লুট গরিব চাষির টাকাও, জানেন কীভাবে চুরি?
এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে বঙ্গ পদ্ম শিবির। একদিকে যখন গোষ্ঠীদ্বন্দ্ব ঘরোয়া কোন্দলে জেরবার রাজ্য বিজেপি শিবির, ঠিক তখনই বিজেপি নেতা অনুপম হাজরার একের পর এক দল বিরোধী মন্তব্যে চরম বিড়ম্বনায় গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি নেতৃত্বকে অনুপম হাজরার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ।