TRENDING:

ইডেনে স্লোগান- ‘মাহি মার রাহা হ্যায়’, দুরন্ত শতরান ধোনির !

Last Updated:

ঝাড়খণ্ড: ২৪৩/৯ ( ৫০ ওভার), ছত্তিশগড় : ১৬৫ (৩৮.৪ ওভার)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়খণ্ড: ২৪৩/৯ ( ৫০ ওভার)
advertisement

ছত্তিশগড় : ১৬৫ (৩৮.৪ ওভার)

৭৮ রানে জয়ী ঝাড়খণ্ড

#কলকাতা:  ইডেনে ধোনি ধামাকা। বিজয় হাজারে ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে চেনা মেজাজে মাহি। শনিবার কর্ণাটকের বিরুদ্ধে ৪৩ রানেই থামতে হয়েছিল ৷ এদিন থামলেন একেবারে সেঞ্চুরি করেই ৷

ছত্তিশগড়ের বিরুদ্ধে বিজয় হাজারের ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করলেন। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে সময় নিলেন মাত্র ২৩ বল। রবিবাসরীয় ইডেনে ১০৭ বলে ১২৯ রান করেন তিনি। ধোনির ব্যাটে ভর করেই প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৩ রান তোলে ঝাড়খন্ড। ধোনি বাদে ঝাড়খণ্ডের হয়ে এদিন রান পেয়েছেন শাহবাজ নাদিম ৷ ৯০ বল খেলে ৫৩ রান করেন তিনি ৷ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ছত্তিশগড় ৷ ৩৮.৪ ওভারে ১৬৫ রানেই শেষ হয়ে যায় মহমম্দ কাইফরা ৷ ঝাড়খণ্ডের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন শাহবাজ নাদিম এবং বরুন অ্যারন ৷

advertisement

শনিবার কর্ণাটকের বিরুদ্ধে ভাল শুরু করেও ৪৩ রানে আউট হয়েছিলেন মাহি। তবে রবিবার ইডেনে ধোনিই নায়ক ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
ইডেনে স্লোগান- ‘মাহি মার রাহা হ্যায়’, দুরন্ত শতরান ধোনির !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল