ইডির কাছে হাজিরা দিয়ে দেব অবশ্য বলেন, ”আমি হাসিমুখে ঢুকেছিলাম, হাসিমুখে বেরোচ্ছি। আমাকে যা যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পূর্ণ সহযোগিতা করেছি। ভবিষ্যতেও তলব করা হলে সহযোগিতা করব। এর থেকে বেশি এই মুহূর্তে বলতে গেলে ফ্লাইট মিস করব। কারণ আজ রাতেই কলকাতায় ফিরতে হবে।”
advertisement
আরও পড়ুন: বলুন তো, ভারত-বাংলাদেশ ছাড়া আর কোন দেশের সরকারি ভাষা বাংলা? নাম শুনে মাথায় হাত পড়বে আপনার
আর্থিক তছরুপ সংক্রান্ত একটি মামলার তদন্তে দেবকে ডেকে পাঠিয়েছে ইডি। ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে যতবার তাঁকে ডেকে পাঠানো হবে, ততবারই তিনি যাবেন এবং সহযোগিতা করবেন। সেই মতো তিনি হাজির হলেন৷ ইডি দফতরে প্রবেশের আগেও তিনি বলেছিলেন, ‘আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, আমাকে যতবার ডাকবে, আমি ততবার আসব৷ আমি সবরকম সাহায্য করব৷ তদন্তে যদি কোনও সাহায্য লাগে, আমার সেই সাহায্য করতে কোনও আপত্তি নেই৷’
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটি? আপনি থাকেন নাকি? নাম শুনেই আঁতকে উঠবেন
এর আগে গত বছর ২২ জুন দিল্লিতে ইডির দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে৷ তিনি এর আগে যখন এই ডাক পাওয়ার কথা শোনেন, তখন তিনি স্পষ্টই জানিয়েছিলেন, তিনি গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবেন৷ তদন্তকারীদের সবরকম সাহায্য করবেন বলে জানিয়েছিলেন৷ এনামুল হকের সঙ্গে সম্পর্কে থাকার অভিযোগ নিয়ে তিনি বললেন, ‘দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এনামুল হককে চিনি না৷’ দেবের তদন্তে সাহায্যের কথা বারবার করে বলা নিয়ে তিনি বলেন, ‘দেখুন, যে চোর, সে আগে নিজে জানে চোর৷ আমি জানি আমি কী৷ আমার তো লোকানোর কিছু নেই৷’