আরও পড়ুনঃ রবীন্দ্রসুরে ক্লাসের শুরু! রাজ্যের সব স্কুলে প্রার্থনা সংগীত “বাংলার মাটি বাংলার জল”
দিন আটেক আগে নিউটাউনের যাত্রাগাছিতে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছিল। ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে এবার নাম জড়াল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও-র।সূত্রের খবর, বিডিও-কে ২৯ তারিখ এয়ারপোর্টে এই নীল বাতি গাড়িতে করেই ছাড়তে গিয়েছিল অভিযুক্ত রাজু ঢালী। এই গাড়িতে করে অপহরণ করে দেহ লোপাট করে ফেলে দেয়া হয়েছিল সেই গাড়িতে করেই বিডিওকে ছাড়তে গিয়েছিল চালক রাজু ঢালী।
advertisement
তাছাড়া, পুলিশের হাতে এসেছে যাত্রাগাছি খালের সিসি ক্যামেরা ফুটেজ—যে রাস্তা দিয়ে খুনের পর দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেই পথের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে ওই ফুটেজে। সূত্রের খবর, ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নিউটাউনের ফ্ল্যাট থেকে একটি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে নিউটাউন নতুন ব্রিজ পার হয়ে যাত্রাগাছি খালের দিকে যাচ্ছে। ওই গাড়ির নীল বাতি স্পষ্ট দেখা গিয়েছে—যা প্রশাসনিক গাড়ি বলে মনে করছে পুলিশ। তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে, গাড়িটি বিডিও প্রশান্ত বর্মনের অফিসিয়াল গাড়ি বলেই সন্দেহ।
