পুলিশ সূত্রে খবর, গত চার তারিখ থেকে মিসিং ছিল। এই যুবক মালদহের বাসিন্দা। ডাক্তারি নিয়ে পড়াশুনা করত সে। ওই ছাত্রের নাম সাজিদ হোসেন। পাঁচ তারিখ মিসিং অভিযোগ করে পরিবার নিউটাউন থানায়।
আরও পড়ুন: ২০ ঘণ্টা পর বাড়ি থেকে বেরোল ইডি, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে কী মিলল, জানেন?
advertisement
এর পর বিকেলে তার মোবাইলে একটি ছবি পাঠায় যেখানে মুখে সেলোটেপ লাগানো অবস্থায়। সেই সময় মুক্তিপণের জন্য ৩০ লাখ টাকা দিতে হবে। সেই ছবি কিছুক্ষণ পর ডিলিট করে দেয়। এর পর ভোররাতে মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: সিকিম-কালিম্পংয়ের রাস্তা ঠিক হতে কতদিন? ভয়াবহ আশঙ্কার কথা শোনালেন জেলাশাসক
বেশ কয়েক মাস ধরে ভাড়া থাকত ওই ছাত্র। সেই সূত্রে বেশ কিছু বন্ধু হয়। তখন তারা দেখে তার বাড়ির লোক মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে। সেই দেখে অভিযুক্তরা বুঝতে পারে প্রচুর টাকা আছে পরিবারের, এরপরেই তাদের এই ছক কষে।