এর প্রতিবাদে পুলিশি অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল বার করে সিপিএম-বিজেপি কর্মীরা। রূপমারি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হাজারী লাল মণ্ডলের ছেলে শিক্ষক তপন মণ্ডল দল বল নিয়ে হামলা করে বলে অভিযোগ। সিপিএম প্রার্থী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। তার বাড়িতে গিয়ে হাসনাবাদ থানার পুলিশ খোঁজ খবর নেয়। তপন কুমার মণ্ডল অবশ্য জানান, এটি ভিত্তিহীন অভিযোগ। সিপিএম ও বিজেপির লোক নেই বলে তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: এতদিন পর সারদা মামলায় গ্রেফতার আরও ২! কারা তাঁরা? কী হতে পারে, জল্পনা শুরু
অপরদিকে, তৃণমূলের বিরুদ্ধে গেলেই ভেঙে দেওয়া হবে বাড়ি ঘর। এমনই হুমকি দেওয়া পোস্টার পড়ল মুর্শিদাবাদে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের পত্র জমা দেওয়ার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন। এরই মধ্যে হুমকি দেওয়া পোস্টার পড়ল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে।
আরও পড়ুন: মমতার হাতে আছে এক ছোটখাটো ‘কেষ্ট মণ্ডল’ও! নাম-তথ্য তুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের রানিনগর অঞ্চলের জেঠিয়া গ্রামের ভদ্রপাড়া এলাকায় পোস্টার দেওয়া হয়। শনিবার গভীর রাতে বেশ কিছু পোস্টার দেওয়া হয়। সেখানে বলা হয়, তৃণমূলের বিপক্ষে যদি ভোট করার চেষ্টা করিস, তাহলে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। এমনকি গ্রাম ছাড়াও করা হবে। কোনও পুলিশ তোদের বাঁচাতে পারবে না। এমনই পোস্টার পড়েছে এই গ্রামে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন নিয়ে আগে কোনও দিন অশান্তি হয়নি। তৃণমূলের প্রার্থী দিবাকর দাসের দাবি, তৃণমূলকে বদনাম করার জন্য এই পোস্টার দেওয়া হয়েছে।
যদিও বিরোধী দল ও স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তির দাবি করেছেন গ্রামের বাসিন্দারা।