TRENDING:

বিজেপি-তৃণমূলকে চ্যালেঞ্জ! ফের জোট বাঁধছে ক্ষমতায় ফিরতে মরিয়া বাম-কংগ্রেস

Last Updated:

বুধবার ফ্রন্ট নেতৃত্ব বৈঠকে বসেন কংগ্রেসের সঙ্গে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০১১ সালে রাজ্যে পালাবদল হয় । ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস । ২০১৬ সালেও ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় ফিরে আসে । এ দিকে বিরোধী হিসেবেও রাজ্যে নিজের শক্তি বাড়িয়ে চলেছে বিজেপি । গত বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ১৮ টি আসন জয়লাভ করে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে । বামেরা একটি আসনেও জিততে পারেনি । উল্টে ভোট ৭ শতাংশে নেমে গিয়েছে । কংগ্রেসের আসনও কমে ২-এ পৌছেছে । এমন পরিস্থিতিতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতার স্বপ্ন নিয়েই জোট বাঁধার প্রক্রিয়া শুরু করে দিল বামফ্রন্ট ও কংগ্রেস ।
advertisement

গত বুধবার ফ্রন্ট নেতৃত্ব বৈঠকে বসেন কংগ্রেসের সঙ্গে । বামেদের তরফে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু , সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও আরএসপির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য , ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় , সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্য ।  ঠিক হয় , আগামী দিনে দু-পক্ষ মিলে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করবে । পথ চলতে চলতেই বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতে একটি সমন্বয় কমিটি তৈরি হবে যা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে । একটি সাধারণ নুন্যতম কর্মসূচির মাধ্যমে সব কাজ করা হবে । পরবর্তী বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হবে ।

advertisement

এর আগে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে বামেরা । কিন্তু ক্ষমতায় ফিরে আসে তৃণমূল কংগ্রেস । ২০১৯ সালেও কংগ্রেস ও বামেরা আসন সমঝোতার চেষ্টা করলেও দর কষাকষি পর শেষ পর্যন্ত তা দানা বাঁধেনি । বেশ কয়েকটি আসনে বেঁকে বসেছিল বাম শরিক দলগুলি । রাজনৈতিক মহলের মতে , শুধুমাত্র ভোটে জেতার লক্ষ্যে জোট করা কখনও বা জোট না করা মানুষের আস্থা অর্জন করতে পারেনি । তবে জোট না হলেও দু'পক্ষই দু-পক্ষের বিরুদ্ধে কখনও সুর চড়ায়নি । বরং বার বার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুক্ত হয়েছে । বিধানসভার ভিতরে হোক বা বাইরে বিভিন্ন কর্মসূচিতে একে অপরকে সমর্থন করে ভারসাম্য রক্ষা করে গিয়েছে । তারই রূপ হিসেবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ফের জোটবদ্ধ হতে চাইছে দু'পক্ষ । নেতৃত্বের বক্তব্য, "কেন্দ্রের ও রাজ্যের শাসকদলের উপর মানুষের মোহ ভেঙেছে । রাজ্যের মানুষের লকডাউন পরিস্থিতিতে দেখেছে কারা মানুষের পাশে থেকেছে । ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মানুষ জোটের উপরই আস্থা রাখবে ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

UJJAL ROY

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি-তৃণমূলকে চ্যালেঞ্জ! ফের জোট বাঁধছে ক্ষমতায় ফিরতে মরিয়া বাম-কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল