সূত্রের খবর, আগামিকাল অর্থাৎ ১৫ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য জাদবন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক দিনেই করোনা পরিস্থিতি ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠেছে এই দেশে৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের৷ আক্রান্ত অন্তত ৮৩৷ পরিস্থিতি মোকাবিলায় নেমে স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি জানিয়েছে, কোনও রকম জমায়েতে না যেতে৷ নির্দেশিকা সামনে আসতেই বন্ধ হয়েছে বহু রাজ্যের স্কুল কলেজ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিবৃতি দিয়ে এদিন বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সমস্ত স্কুল কলেজও৷ এই জেরে পিছিয়েছে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষাও৷ জমায়েত রুখতেই এবার তাই দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করছে জাদুঘর কর্তৃপক্ষ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2020 9:57 PM IST