TRENDING:

হাতিয়ার CAA, একুশের বিধানসভা ভোটে বিজেপিই আসছে, শহীদ মিনারের সভা থেকে বার্তা আত্মবিশ্বাসী অমিত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: CAA-NRC নিয়ে লাগাতার বিরোধিতা তৃণমূল সরকারের। হিংসা বিধ্বস্ত দিল্লি। এই পরিস্থিতিতে রবিবার কলকাতায় অমিত শাহ। একুশের বাংলা বিজেপিরই ৷ কলকাতার বুকে শহীদ মিনারের সভা থেকে এমনই বার্তা গেরুয়া শিবিরের মাস্টার মাইন্ড অমিত শাহের ৷ এদিনের সভা থেকে অমিত শাহের হুঙ্কার, ‘একুশের বিধানসভা ভোটে বিজেপিই আসছে ৷ মোদিজির নেতৃত্বে জয় হবেই ৷’
advertisement

CAA-নিয়ে বিরোধী আক্রমণ ভোঁতা করার চ্যালেঞ্জ অমিত শাহের সামনে। নাগরিকত্ব আইন পাসের পর রাজ্যে প্রথমবার সভা । এই সভা থেকেই ২০২১-এর বার্তাও দিলেন অমিত শাহ ৷ তৃণমূলনেত্রীকে প্রবল আক্রমণ বিজেপির প্রাক্তন অধ্যক্ষের ৷ বলেন,‘লোকসভায় উনি বলেছিলেন রাজ্যে বিজেপির জমানত বাজেয়াপ্ত হবে ৷ আজ সেখান থেকেই ১৮জন সাংসদ সংসদে রয়েছেন ৷ বাংলার আর্শীবাদেই মোদির জয় ৷ আপনাদের আর্শীবাদেই মোদিজির জয় ৷ কিছুদিনের মধ্যেই আকাশছোঁয়া রামমন্দির ৷’

advertisement

এখানেই শেষ নয় আত্মবিশ্বাসী অমিত বলেন, একুশের বিধানসভা ভোটে বিজেপিই আসছে ৷মোদিজির নেতৃত্বে জয় হবেই ৷ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি ৷ এই লড়াই অনুপ্রবেশের বিরুদ্ধে ৷ বারবার বিজেপির সভায় বাধা ৷ আমাদের বহু বিজেপি কর্মী খুন হয়েছেন ৷ এবার তার উত্তর দেবে মানুষ ৷’

রবিবার এই সভা থেকেই পুরভোট এমনকি বিধানসভা ভোটের রণকৌশল নিয়েও বার্তা অমিত শাহের ৷ রাজ্যে শাসকের বিরুদ্ধে শুরু হল বিজেপির নয়া ক্যাম্পেন আর নয় অন্যায় কর্মসূচী ৷ এদিন এই কর্মসূচির সূচনা করে অমিত শাহ রাজ্য থেকে তৃণমূলের শাসনকে উৎখাতের ডাক দেন ৷ বলেন, ‘আজকের মিছিল অপশাসনের বিরুদ্ধে, বাংলায় স্বৈরতান্ত্রিক শক্তিকে হারান ৷ বাংলায় মানুষ আর অন্যায় সহ্য করবে না ৷ কোনও শাহজাদা বাংলার আগামী মুখ্যমন্ত্রী নয় ৷ যখনই বলবে দিদিকে বলো,তখনই আর নয় স্লোগান ৷ বাংলায় কোনও সিন্ডিকেটরাজ চলবে না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশজুড়ে CAA বিরোধী বিক্ষোভ। তবে রাজ্যে CAA -কেই আঁকড়ে ধরতে চাইছে রাজ্য বিজেপি। রাজ্যের ভোটযুদ্ধে CAA-কে হাতিয়ার করেই এগোনোর ভাবনা গেরুয়া শিবিরের। রাজ্যে CAA কার্যকর না করা নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বিধানসভায় পাশ হয়েছে CAA বিরোধী প্রস্তাব। এই পরিস্থিতিতে CAA নিয়ে বার্তা দিতে কলকাতায় অমিত শাহের সভা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাতিয়ার CAA, একুশের বিধানসভা ভোটে বিজেপিই আসছে, শহীদ মিনারের সভা থেকে বার্তা আত্মবিশ্বাসী অমিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল