কয়লা কাণ্ডে জিতেন তিওয়ারিকে সিআইডি'র দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জিতেন তিওয়ারি। আবেদনকারীর দাবি, একই ঘটনায় সিবিআই তদন্ত করছে। তাই সি আই ডি তদন্ত করতে পারে না। সরকারি আইনজীবী আমীতেশ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ই সি এলের অভিযোগের ভিত্তিতে সিআইডি আগে তদন্ত শুরু করেছে। সিবিআই তাদের তদন্তের কাজ পরে শুরু করে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। এই ঘটনা শুধু কেন্দ্রীয় সংস্থার জমির ওপরে সীমাবদ্ধ নয়।
advertisement
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, দেখুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
আরও পড়ুন: পুজোয় বৃষ্টি? চলতি সপ্তাহেই ঝড়জল শুরু দক্ষিণবঙ্গে! সপ্তমীর পর বৃষ্টির বড় আপডেট আবহাওয়ার
বিচারপতি রাজা শেখর মান্থার প্রশ্ন, 'একই অপরাধের তদন্ত কি সমান্তরাল ভাবে দুটি তদন্তকারী সংস্থা করতে পারে?' সরকারি আইনজীবী জানান, 'না। তবে সিআইডি, ইসিএল-এর অভিযোগের ভিত্তিতে প্রথম তদন্তের কাজ শুরু করেছে। ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বহু অভিযুক্তের আগাম জামিনের আবেদন এখনও বিচারাধীন। তারা তো কেউ এই আবেদন নিয়ে আসেননি। জিতেন তিওয়ারি এল কেন? তাঁকে তো ইনফরমেশনের জন্য ডাকা হয়েছে। ২ টি সংস্থার তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। আবেদনকারী কেন আশঙ্কা করছেন তিনি গ্রেফতার হতে পারেন। তিনি কি তাহলে জড়িত?'