এদিন বেলা ১২টা নাগাদ একটি সাদা গাড়ি করে বাড়ি থেকে রওনা দেন রুজিরা। বেলা ১২ টা বেজে ৩১ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন৷ তদন্তকারী সংস্থা সূত্রের খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন দিল্লির অফিসাররা।
সূত্রের খবর, অভিষেক জায়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন রীতিমতো প্রস্তুতি সেরে রেখেছিল ইডি৷ প্রথম দফায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় দুপুর ১টা নাগাদ৷ তাঁর জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ছিলেন দিল্লি থেকে আসা ইডির তিনজন অফিসার৷
advertisement
ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমার নেতৃত্বে সেই দলে ছিলেন দিল্লির দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক৷ এছাড়াও, জিজ্ঞাসাবাদের সময় কলকাতার দুজন মহিলা ইনস্পেক্টর পদমর্যাদার দুই অফিসারও ছিলেন বলে জানা গিয়েছে৷
গত সোমবার সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয়৷ বেশ কিছুক্ষণ পর সেখান থেকে বের হন তিনি৷ এর কিছুক্ষণের মধ্যেই রুজিরার উদ্দেশে সমন পাঠায় ইডি৷
সূত্রের খবর, এদিন রুজিরাকে প্রশ্ন করার জন্য রীতমতো প্রশ্নমালা তৈরিই করে রেখেছিলেন ইডির আধিকারিকরা৷ ইডির সম্ভাব্য প্রশ্নমালায় ছিল—
-কেন তিনিই বিদেশে যাচ্ছিলেন?
-সেখানে কী কাজ ছিল তাঁর?
– বিদেশ যাওয়ার মূল যে কারণ কী ছিল, সেই কারণ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে৷
আরও পড়ুন: কলকাতা থেকে দিল্লি উড়ে গেল মোদিকে পাঠানো মমতার ‘বিশেষ’ উপহার! জানেন কী ছিল বাক্সে?
পাশাপাশি, সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দফায় রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে৷ যেমন, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে বিদেশে অ্যাকাউন্ট রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। সেই অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও কাজে তিনি বিদেশে যাচ্ছিলেন কি না? তা জানতে চাইতে পারেন ইডি আধিকারিকেরা৷ পাশাপাশি, তাঁর ফিনানশিয়াল বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর৷
সূত্রের খবর, ইডির পক্ষ থেকে আগেই এই অ্যাকাউন্ট সম্পর্কিত লেনদেনের বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে৷ কিন্তু, সেক্ষেত্রে, নাকি রুজিরা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না৷ সেই সমস্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর৷
