তিনি বলেন, ‘‘পানিহাটিতে আত্মহত্যার ঘটনা, কোচবিহারের দিনহাটায় আত্মহত্যার চেষ্টা ঘটনা, ইলাম বাজারের ঘটনা। এই ঘটনাগুলোর দায় কে নেবে? স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে এই ঘটনাগুলোর? বিজেপির সাহস আছে কথা বলার? যুগ যুগ ধরে বাংলায় মানুষ তার সম্মানের সঙ্গে বাস করে এসেছে। এখন তাদের বাধ্য করা হচ্ছে জানানোর জন্য এই বাংলায় তাদের জন্ম নাকি?’’
advertisement
আরও পড়ুন: মঙ্গলের জোড়া গোচরে ডবল ধামাকা! ৩ রাশির শুরু হবে গোল্ডেন টাইম, কেরিয়ারে সাফল্যের ঝড়, টাকার বৃষ্টি
জনগণকে আশ্বস্ত করে মমতা আশ্বাস, ‘‘আমি সব নাগরিকের কাছে আবেদন করব ভরসা হারাবেন না, প্ররোচিত হবেন না। আমাদের মা মাটি মানুষ সরকার আপনাদের সঙ্গে রয়েছে। এনআরসি কোনওভাবেই এখানে কার্যকর হতে দেওয়া যাবে না। সামনের দরজা দিয়ে নয়,পিছনের দরজা দিয়েও নয়। একটিও বৈধ নাগরিককে বহিরগত হতে দেব না। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব জনগণের অধিকার রক্ষা করতে এবং বিজেপির অপপ্রচার বন্ধ করতে।’’
