TRENDING:

'বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত হচ্ছে!' পুজোর মধ্যে ডিভিসির জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

Last Updated:

ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুজোর মরসুমে রাজ্য সরকারকে কোনও কিছু না জানিয়েই কার্যত একতরফা ভাবে বাঁধ থেকে ৬৫০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এরফলে বাংলার কয়েক লক্ষ মানুষ প্রবল বিপদের মুখে পড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুজোর মরসুমে রাজ্য সরকারকে কোনও কিছু না জানিয়েই কার্যত একতরফা ভাবে বাঁধ থেকে ৬৫০০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এরফলে বাংলার কয়েক লক্ষ মানুষ প্রবল বিপদের মুখে পড়েছেন।
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে আর কী জানালেন মুখ্যমন্ত্রী
নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে আর কী জানালেন মুখ্যমন্ত্রী
advertisement

সমাজমাধ্যমে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শুক্রবার মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিজয়া দশমী দুর্গাপুজোর সমাপ্তি। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে, ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনও আগাম বার্তা না-দিয়ে ৬৫০০০ কিউসেক জল ছেড়ে দিয়েছেন।’ এর পরেই কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করে তাঁর মন্তব্য, ‘এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয়। এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দিয়ে, ডিভিসি বাংলার লক্ষ লক্ষ জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে। এটি কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ডিভিসি দ্বারা সৃষ্ট একটি দুর্যোগ। স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে। আমাদের জনগণের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। মিথ্যার উপর সত্য জয়লাভ করবে। অশুভের উপর জয়লাভ করবে শুভ।’ সমাজমাধ্যমের ওই পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জয় মা দুর্গা’!

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'বাংলাকে বিসর্জন দেওয়ার চক্রান্ত হচ্ছে!' পুজোর মধ্যে ডিভিসির জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল