এর আগেও শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছেন সিআইডি আধিকারিকরা জুলাই মাসে দুবার তার বাড়িতে গিয়ে কথাবার্তা সেরে আসেন সিআইডির অফিসাররা।
শুভেন্দুবাবুর দেহরক্ষী মৃত্যু হয় ২০১৮ সালের ১৪ অক্টোবর। শুভব্রত ১৩ তারিখে গুলিবিদ্ধ হন | কলকাতা বেসরকারি হাসপাতালে আনা হলে ১৪ তারিখে মৃত্যু হয় তাঁর| প্রথমে কাঁথিতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সময় মতো অ্যাম্বুলেন্স না আসায় বাঁচানো যায়নি শুভেন্দুর দেহরক্ষী শুভব্রতকে।
advertisement
স্বামীর মৃত্যুর প্রায় তিন বছর বাদে (৭ জুলাই ২০২১) এফআইআর দায়ের করেন শুভব্রত স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তদন্তে নামে সিআইডি। ইতিমধ্যেই শুভেন্দু বাবুর সঙ্গে কথাবার্তা চালিয়েছেন অফিসাররা। শনিবারই জানা যায় আরও এক প্রস্থ কথাবার্তা বলতে তাঁকে সোমবার ভবানী ভবনে ডাকা হচ্ছে।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, যারাই আমাদের দল করেন তাদের বিরুদ্ধেই পুলিশ কেস দিয়ে দেওয়া হয় এখানে। এমনকী মুকুল রায় যখন আমাদের দলে ছিলেন তখন তাঁর বিরুদ্ধেও পুলিশ কেস ছিল। এখন তিনি দল ছেড়েছেন তার বিরুদ্ধে কোনও মামলাও নেই।
প্রসঙ্গত সোমবারই দিল্লি রওনা হওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কয়লা কাণ্ডে রাজধানীতে ইডির মুখোমুখি হতে পারেন তিনি।