আরও পড়ুনঃ SSC শিক্ষক নিয়োগে গতি, উচ্চমাধ্যমিকে চার বিষয়ে ইন্টারভিউ শুরু! নবম-দশমের লিস্ট সপ্তাহের শেষে
‘জমিজটের জন্য ফেঁসে নোয়াপাড়া-বারাসত মেট্রোও’ উল্লেখ করেছেন তিনি৷ তিনি জানান, একইরকমভাবে জমিজট এবং জবরদখলের কারণে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের সম্প্রসারণের কাজেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত প্রস্তাবিত ১৮ কিমি মেট্রো লাইনে ৬.৭৭ কিমি অংশে (নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট) পরিষেবা চালু হয়ে গিয়েছে। এয়ারপোর্ট থেকে মাইকেলনগর পর্যন্ত কাজ চলছে। কিন্তু জমি জটের কারণে নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত ৭.৫ কিমি পর্যন্ত কাজ থমকে আছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ করেছেন রেলমন্ত্রী।
advertisement
থমকে চিংড়িঘাটা মেট্রোর কাজ, অসহযোগিতা করছে রাজ্য! হাই কোর্টের হস্তক্ষেপ চায় নির্মাণকারী সংস্থা, আদালতের দৃষ্টি আকর্ষণ আবেদনকারীদের বক্তব্য, আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে রাজ্য সরকার এবং পুলিশের তরফে সহযোগিতার আশ্বাস মিলেছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও এখনও সংশ্লিষ্ট রাস্তা বন্ধের অনুমতি দেয়নি প্রশাসন। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ এখনও থমকে। আর তার জন্য রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)।
