কলকাতা: ডিসেম্বর মাসেই নিউ টাউনে শুরু হয়ে যাবে দুর্গা অঙ্গনের কাজ, মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের অনুষ্ঠান মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মমতা।
নিউ টাউনে দুর্গা অঙ্গনের নির্মাণের দায়িত্বে রয়েছেন হিডকো। এই সংস্থার চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ডিসেম্বরেই কোনও একদিন দুর্গা অঙ্গনের ভিতপুজো হবে, তারপরেই শুরু হবে মহাকাল মন্দিরের নির্মাণ কাজ।
advertisement
নিউ টাউনে ইকোপার্কের কাছে, রামকৃষ্ণ মিশনের জমির পাশে এই দুর্গাঅঙ্গনের নির্মাণ হওয়ার কথা। দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করে ইতিমধ্যেই দিঘার পর্যটন ব্যবসায় উন্নয়ন ঘটেছে। এবার দুর্গা অঙ্গন তৈরি হলে নিউ টাউনের ইকোপার্ক কেন্দ্রিক যে পর্যটন রয়েছে তাতে গুরুত্বপূর্ণ একটি জায়গা যোগ হবে। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেখানে রাজ্য শুধু নয়, রাজ্যের বাইরের বহু মানুষও জড়ো হচ্ছেন। উত্তরবঙ্গের শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: প্রশিক্ষণরতরাও স্পেশাল এডুকেটর পদের নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন! নির্দেশ হাই কোর্টের
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “হিন্দু-মুসলিম-শিখ সব ধর্ম, বর্ণ , জাতিকে আমরা সম্মান করি।“ নিউ টাউনের দুর্গা অঙ্গনের কাজ ডিসেম্বরে শুরু হলে দিঘা জগন্নাথ মন্দিরে পরে ফের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
