TRENDING:

RG Kar Case: আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

RG Kar Case: সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডের সিবিআই দুর্নীতি মামলা মঙ্গলবার এই নির্দেশ জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।
আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
advertisement

নিম্ন আদাতের বিচারপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সে ক্ষেত্রে তারা ২৪ ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে।

আরও পড়ুন: রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট, ‘চারগুণ’ স্পিড বাড়বে ওয়াইফাইয়ের! রাউটারের কাছে রেখে দিন রান্নাঘরের এই একটি জিনিস

advertisement

সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন, হাইকোর্টের নির্দেশ মত সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে। আইনের ৯১ নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে বলেই জানালেন তিনি।

আদালত সূত্রের খবর, সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী সব্যসাচী ব্যানার্জি জানান, ‘‘অসমর্থিত (আনরিলায়েড) নথির তালিকাই শুধু হাতে পেয়েছি। কোনও নথি হাতে পাইনি।’’ এই আবেদনরে পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল‍্য বাগচি জানান, ‘‘সেক্ষেত্রে আপনাদের আবেদনের সু্যোগ রয়েছে।’’

advertisement

যদিও এ আনরিলায়েড নথি প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘‘আন রিলাআয়েড নথির সব দেখানো সম্ভব নয়। শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলো আমরা দেখাতে পারি।’’ তবে বিচারপতির বক্তব‍্য, ‘‘বাকি নথি দেখাতে আপনাদের অসুবিধা কোথায়?’’ বিচারপতির এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন, ‘‘তদন্ত চলছে।’’

advertisement

আরও পড়ুন: কমলা রং, গোল, কিন্তু কমলালেবু নয়! কমলালেবুর মতো দেখতে অন‍্য একটি ফলে ছেয়েছে বাজার, জানেন এটি কোন ফল? চেনার উপায় দেখে নিন

এই মামালায় আদালতের নির্দেশ,

* ২৪ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযুক্তকে আন রিলাআয়েড নথির উপর বিবেচনা চেয়ে আদালতে আবেদন করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজোর আবহে হাজার হাজার কুলো-ঝুড়িতে ছেয়েছে বাজার! কত করে বিক্রি হচ্ছে?
আরও দেখুন

* নিম্ন আদালত বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। এ ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কোন হস্তক্ষেপ থাকবেনা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case: আর্থিক দুর্নীতি মামলায় খানিক স্বস্তিতে সন্দীপ-সহ ৫ অভিযুক্ত! সিবিআইকে কী নির্দেশ দিল হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল