তিনি আগাম জামিনের আবেদন করেছেন।’ পাল্টা বিচারপতির জানায়, ‘আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায় না?’ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ‘প্রধান শিক্ষককে ৩০ শে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে।’ এরপরে বিচারপতি বলেন, ‘আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।’ মাধ্যমিকের পরে ফের এই মামলার শুনানি।
প্রসঙ্গত, গত শুক্রবার এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। FIR-এ নাম থাকা প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্য-সহ সবাইকে গ্রেফতারের নির্দেশ বহাল রাখে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
advertisement
নির্দেশনামায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘আইনের শাসন ভাঙার অধিকার কারও নেই। মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তা যথাযথ। সে ক্ষমতা সিঙ্গল বেঞ্চের আছে।’