TRENDING:

Calcutta High Court: 'কেন গ্রেফতার করা হয়নি নরেন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষককে?' প্রশ্ন হাইকোর্টের

Last Updated:

Calcutta High Court: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহ কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এদিন রাজ্য সরকার আদালতে জানায়, ‘নরেন্দ্রপুর শিক্ষকদের মারধর মামলা প্রধান শিক্ষক ছাড়া FIR এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’ এর পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন, ‘কেন ? প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন?’ এর উত্তরে রাজ্য সরকার জানায়, ‘
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
advertisement

তিনি আগাম জামিনের আবেদন করেছেন।’ পাল্টা বিচারপতির জানায়, ‘আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায় না?’ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ‘প্রধান শিক্ষককে ৩০ শে জানুয়ারি সাসপেন্ড করা হয়েছে।’ এরপরে বিচারপতি বলেন, ‘আশা করি পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে।’ মাধ্যমিকের পরে ফের এই মামলার শুনানি।

প্রসঙ্গত, গত শুক্রবার এই মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। FIR-এ নাম থাকা প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় পঞ্চায়েত সদস্য-সহ সবাইকে গ্রেফতারের নির্দেশ বহাল রাখে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

advertisement

নির্দেশনামায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, ‘আইনের শাসন ভাঙার অধিকার কারও নেই। মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তা যথাযথ। সে ক্ষমতা সিঙ্গল বেঞ্চের আছে।’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Calcutta High Court: 'কেন গ্রেফতার করা হয়নি নরেন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষককে?' প্রশ্ন হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল