TRENDING:

West Bengal By Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবি বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা

Last Updated:

West Bengal By Election 2024 : একুশেও কল‍্যান চৌবে মানিকতলা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মানিকতলা: বিধানসভা উপনির্বাচনে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণবাবু চৌবে পদবির সঙ্গে জুড়েছেন মায়ের পদবি ভট্টাচার্য। তাই কল্যাণ চৌবে এবার কল্যাণ চৌবে ভট্টাচার্য হয়ে ভোটের ময়দানে। বিজেপি প্রার্থী হঠাত্‍ পদবি বদল নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন।
প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবী বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা
প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবী বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা
advertisement

একুশেও তিনি মানিকতলা কেন্দ্র থেকেই লড়াই করেছিলেন এবং হেরে যান। তবে এবার তাঁর পদবিতে চমক। এবার তিনি কল্যাণ চৌবে ভট্টাচার্য। নিন্দুকদের দাবি, অবাঙালি তকমা এড়াতেই নিজের পদবির সঙ্গে মায়ের পদবী যোগ করেছেন। শাসক দলের পক্ষ থেকে কুণাল ঘোষ বলছেন, ‘‘কিন্তু কল্যাণবাবু কেন এমন করলেন তা উনিই বলতে পারবেন। তবে উনি যে কৌশলই নিন না কেন এবারও উনি মানিকতলায় পরাজিত হবেন।’’

advertisement

আরও পড়ুন: ‘প্রার্থনা করুন’, অসুস্থ অলকা ইয়াগনিক! বিরল স্নায়ুরোগে আক্রান্ত গায়িকা, শোনার ক্ষমতা হারালেন

তবে বিজেপি নেতা কল্যাণ জানালেন, ‘‘আমি সম্পূর্ণভাবে মায়ের সঙ্গে ইমোশনালি কানেক্ট হওয়ার জন্য এবং মায়ের স্মৃতি বহন করার জন্যই বাবা মারা যাওয়ার পর মায়ের পদবিকেও আমার নামের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিই।’’ কল্যাণ চৌবে ভট্টাচার্য এও বলেন, ‘‘বাবা ও মায়ের পদবীকে আমার নামের সঙ্গে যুগ্মভাবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি এতে রাজনৈতিকভাবে কটাক্ষ করা নিম্নরুচির বিষয়।’

advertisement

সামনেই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন। সোমবার চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রায়গঞ্জের পদ্মপ্রার্থী মানসকুমার ঘোষ। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। বাগদা থেকে বিনয়কুমার বিশ্বাস এবং মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্যের নাম সোমবার ঘোষণা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিজেপির অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে। পদত্যাগ করেছেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার।

advertisement

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এখানে বিজেপির প্রার্থী মানসকুমার ঘোষ। ২০১৮ সালে তিনি তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির-সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর এতেই ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পদত্যাগ করেছেন বিজেপির জেলা সভাপতি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal By Election 2024: প্রার্থী তালিকা প্রকাশ হতেই পদ্ম শিবিরে শোরগোল, হঠাৎ পদবি বদল মানিকতলার বিজেপি প্রার্থীর! কারণ নিয়ে ধোঁয়াশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল