চিঠিতে নিজেদের মাওবাদী বলে দাবি করে এক ব্যক্তি, নাম সমীর মণ্ডল, লেখে— সংগঠনের তহবিলে ৫০ লক্ষ টাকা জমা দিতে হবে। নির্দেশ অনুযায়ী, ওই টাকা গুপী ওরফে মুকুল নামক এক ব্যক্তির হাতে তুলে দিতে বলা হয়েছে। চিঠিতে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার হাদিপুর কলোনির একটি নির্দিষ্ট ঠিকানাও উল্লেখ করা হয়েছে, যেখানে টাকা পৌঁছে দিতে হবে।
advertisement
চিঠি পাওয়ার পরেই বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী জয়ন্ত চৌধুরী। বিষয়টি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হুমকি চিঠিটি আদৌ মাওবাদী সংগঠনের পক্ষ থেকে পাঠানো হয়েছে, নাকি এটি কোনও ব্যবসায়িক শত্রুতার ফল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। চিঠির উৎস ও প্রেরকের সত্যতা যাচাইয়ের জন্য হাদিপুরের ঠিকানার দিকেও নজর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, বড়বাজারের ব্যবসায়ী মহলে এই ঘটনার জেরে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরেই নানা কারণে এলাকার ব্যবসায়ীদের উপর চাপ তৈরি হচ্ছে, এবার সেই তালিকায় ‘মাওবাদী’ হুমকি নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি করল।
পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।