কয়েকদিন আগেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ধরনা মঞ্চে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘মতুয়া ঠাকুরদের সবথেকে বেশি কে করে দিয়েছে? রাস্তা, স্টেশন, বিশ্ববিদ্যালয়, কলেজ করেছি। ছুটি অবধি দিই। বাংলাকে ২১ লক্ষ শ্রমিকদের টাকা কেন দেওয়া হল না। সাংবিধানিক অধিকার মানছে না। এদের জেলে যাওয়া উচিত। আবাসে এখানে ১৫৬ টিম এসেছে। এখানে কিছু হলেই সব কমিশন চলে আসে। তাদের থাকা, খাওয়া সব আমাদের করতে হয়। গন্ডগোল হল কাটিহারে।বলা হচ্ছে বাংলায় গন্ডগোল। সোশ্যাল মিডিয়ায় এই সব তথ্য ছড়াচ্ছে। সব জায়গায় নিজের ছবি লাগাচ্ছে। রেল বলে কিছু নেই। দিল্লি গেলাম। প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম। বলল অফিসারদের মিটিং হবে। তারপরেও টাকা দিচ্ছে না। যে বিরোধীতা করছে তাকেই জেলে পুরে দিচ্ছে।’
advertisement
এরপরই ফের রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করেন তিনি। বলেন, “সামনে ভোট। তাই এখন আবার বসন্তের কোকিল চলে এসেছে। নতুন করে ফটোশুট হচ্ছে? কংগ্রেসকে বলেছিলাম ৩০০ আসনে লড় একা। আমরা আঞ্চলিক দল ২৪৩ আসনে লড়ব। কংগ্রেস ৪০ আসন পাবে কিনা জানিনা। আমরা INDIA র অংশ। এই রাজ্যে এসেছে আমাদের জানায়নি। আমি প্রশাসন থেকে শুনেছি। ক্ষমতা থাকলে ইউপিতে যাও।’