TRENDING:

তিন বছরে সাত জন, উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে আরও এক বিজেপি বিধায়ক

Last Updated:

বিধায়করা দল ছা়ড়লেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ দাবি করে সরব হয় বিজেপি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের রাজ্য বিজেপি-তে ভাঙন৷ শাসক দলে যোগ দিলেন বিজেপি-র আরও এক বিধায়ক৷ এবার তৃণমূলে নাম েলখালেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালি প্রতিহার৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন কোতুলপুরের বিধায়ক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে বিজেপি বিধায়ক হরকালি প্রতিহার৷
advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের একতরফা ফলের পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন একের পর এক বিধায়ক৷ যার মধ্যে অন্যতম মুকুল রায়৷ যদিও বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এ ছাড়াও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ একের পর এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন৷

advertisement

আরও পড়ুন: ‘বালুর ভীষণ সুগার, ওঁর যদি কিছু হয়ে যায়…,’ হুঁশিয়ারি মমতার! বললেন, ‘এইগুলো হিউম্যান টর্চার’

কয়েক দিন আগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালও তৃণমূলে যোগ দেন৷ এবার সেই তালিকায় নাম লেখালেন কোতুলপুরের বিধায়কও৷ তিনি বলেন, ‘রাজ্যে মা মাটি মানুষের সরকার যে উন্নয়নের কাজ করছে, তা স্তব্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পরিকল্পনা নিয়েছে৷ একশো দিনের কাজ, আবাস প্রকল্পের টাকা বন্ধ৷ বিজেপি-তে নীতি, আদর্শ কিছু নেই৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উন্নয়নে সামিল হলাম৷’

advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি-র বিধায়ক সংখ্যা ছিল ৭৭৷ ভোটের ফল প্রকাশের পরই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। ফলে পদ্ম শিবিরের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ৭৫৷ এর পর একে একে আরও বেশ কয়েক জন িবধায়ক শাসক দলে নাম লেখানোয় বিধানসভায় আরও শক্তি কমে বিজেপি-র৷ খাতায় কলমে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৫ থাকলেও আসলে তা কমে হয় ৬৯৷ এবার হরকালি প্রতিহারও তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি-র বিধায়ক সংখ্যা কমে দাঁঁড়াল ৬৮-তে৷

advertisement

বিধায়করা দল ছা়ড়লেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে পদক্ষেপ দাবি করে সরব হয় বিজেপি৷ কিন্তু এখনও দল বদল করা কোনও বিধায়কই পদ থেকে ইস্তফা দেননি৷ ফলে লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি-র উপরে চাপ বেড়েই চলেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

সহ প্রতিবেদন: দেবব্রত মণ্ডল

বাংলা খবর/ খবর/কলকাতা/
তিন বছরে সাত জন, উন্নয়নের দোহাই দিয়ে তৃণমূলে আরও এক বিজেপি বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল