আরও পড়ুন: তাঁর ও ছেলের ধাবা-অফিসে কেন ইডি-র হানা…? ‘আসল’ কারণ জানিয়ে দিলেন সুজিত বসু!
এবার এসআইআর নিয়ে উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীকে মিরজাফরের সঙ্গে তুলনা করেছিলেন মমতা। এদিন ফের সেই ইস্যু নিয়ে সুর চড়িয়ে এই রাজ্যে কোনওভাবেই এসআইআর করা যাবে না, সেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি উৎসবের মরসুমে SIR-এর কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে সুকান্ত মজুমদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “SIR নিয়ে হাওয়া গরম করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।” তিনি আরও বলেন, “SIR আতঙ্কের ভ্যাকসিন তৃণমূলকে বিজেপি দেবে।” অর্থাৎ, ভোটার তালিকা সংশোধনে তৃণমূলের আপত্তিকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন তিনি। পাশাপাশি, সুকান্ত জানান যে তিনি রাজ্যের উত্তরবঙ্গ বন্যা পরিস্থিতির রিপোর্ট এবং খগেন মুর্মুর উপর হামলার রিপোর্ট কেন্দ্রে পাঠাবেন। তবে রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী নির্বাচনের আগে বিরোধী দল বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেস এর অন্দরে যে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে সে কথা বলার অপেক্ষা রাখেনা। তবে এর লাভ কতটা কে তুলতে পারে সেটা নির্বাচনের ফল প্রকাশের দিন স্পষ্ট হবে।
advertisement