একটা বরোদা ম্যাচ, শিরদাঁড়া দিয়ে ঠান্ডা হাওয়া বইয়ে দিয়েছে। তাই আর চুপ করে বসে থাকতে পারেননি সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।। বৃহস্পতিবার যাদবপুর ক্যাম্পাসের মাঠে চার ক্রিকেটারকে নিয়ে নেমে পড়েছিলেন মহারাজ। বাংলার নেটেই পড়িয়েছেন সচিন-বিরাটদের পাঠ। ওয়াকিবহাল মহলের মতে, ভিটামিন এসে চাঙ্গা মনোজ অ্যান্ড কোম্পানি। তাই ইডেনে জিম করতে এসে বাংলার ক্রিকেটাররা দাবি করলেন মুম্বই ম্যাচে কামব্যাক করবেই দল।
advertisement
সুব্রত গুহ, সমর চক্রবর্তীদের বাংলার ক্রিকেটে নতুন করে পেস ফিরে এসেছে। দিন্দা-কুইল্যা-সায়ন ঘোষরা দাপট দেখাচ্ছেন এই মরশুমে। মুম্বই ম্যাচেও দিন্দার নেতৃত্বে এই দাপট থাকবে বলেও দাবি পেসারদের।
জিতলে ভেসে থাকবে পরের রাউন্ডের জন্য। আর পয়েন্ট নষ্ট করলে কার্যত শেষ হয়ে যাবে যাবতীয় স্বপ্ন। এই পরিস্থিতিতেই শনিবার নাগপুরের দিকে বাংলা। ২৯ নভেম্বর থেকে শুরু বাংলা-মুম্বই রঞ্জির মেগা ম্যাচ।