রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সেই রাজীব সিনহাই। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে? দায়িত্বভার নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে রাজীব সিনাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন,’ এখনও আমার দপ্তর এ ব্যাপারে কিছু জানেনা। রাজ্য সরকারই নির্বাচনের দিনক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সরকারের সঙ্গে আলোচনার পরেই পঞ্চায়েত ভোটের দিন জানানো হবে’।
advertisement
আরও পড়ুন: করমণ্ডলের ঘটনায় মিলল তৃণমূলের অনুদান, কিন্তু খাম খুলতেই আঁতকে উঠলেন প্রাপকরা
রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার রাজীব সিনহা নিজের দপ্তরে সংবাদমাধ্যমকে বলেন,’আমাদের মূল কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করানো। দিন ঘোষণার বিষয়টি এককভাবে নয়, সরকারের সঙ্গে যৌথ আলোচনাক্রমেই ঠিক হয়।
আরও পড়ুন: ‘আমার ৯ মাস হয়ে গেল’, বিচারককে যা জানালেন অনুব্রত মণ্ডল, চমকে উঠল সকলে
রাজ্য নির্বাচন কমিশন নিয়ম মেনেই সব কাজ করবে’। প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখ রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হওয়ার পর আজই সেই পদে সৌরভ দাসের পর রাজীব সিনহা পরবর্তী নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।