ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। রাত প্রায় ২টো নাগাদ পাশের ঘরে থাকা ছেলে আচমকাই মায়ের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে তিনি লক্ষ্মী দেবীকে গুরুতর দগ্ধ অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুনঃ ১৫ হাজার টাকা বেতনসহ একাধিক দাবিতে আশা কর্মীদের অভিযান, পুলিশে পুলিশে ঘিরে ফেলা হল স্বাস্থ্য ভবন
advertisement
পরিবারের দাবি, প্রতিদিনের মতো ঘুমোতে যাওয়ার আগে ডিমের কার্টন জ্বালিয়ে রাখার সময়ই আগুন লাগে। সেই আগুন দ্রুত খাটে ছড়িয়ে পড়ে বলে অনুমান। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে গার্ডেন রিচ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় গার্ডেন রিচ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
