NDRF সূত্রে খবর, গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে মোতায়েন NDRF এর ১১ টিম। এবং প্রত্যেক টিমে থাকছেন ২৫ জন। এই ১১টি NDRF টিম এর মধ্যে, পূর্ব মেদিনীপুরে দুটি টিম ,পশ্চিম মেদিনীপুরে একটি টিম রয়েছে। উত্তর ২৪ পরগনা তে দুটি টিম,দক্ষিণ ২৪ পরগনা তে দুটি টিম মোতায়েন। হাওড়াতে একটি এবং হুগলিতে একটি করে টিম থাকছে NDRF এর। কলকাতা পুরসভা এলাকাতে দুটি NDRF টিম মোতায়েন থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ,হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা পুরসভা এলাকাতে , নদী তীরবর্তী এলাকা জুড়ে মোতায়েন NDRF এর টিম।
advertisement
আরও পড়ুন: সবুজ নয়, এবার হলুদ তরমুজের চাষে মজেছেন চাষিরা! কেন জানেন?
সমস্ত উপকূলবর্তী এলাকা এবং তার সংলগ্ন জেলাতে NDRF টিম মোতায়েন থাকছে। কিছু টিম ইতিমধ্যে মোতায়েন রয়েছে,এবং সোমবার রাতের মধ্যে ১১টি টিম মোতায়েন হবে গোটা রাজ্য জুড়ে।অশনি ঘূর্ণিঝড় প্রভাবে ইতিমধ্যে কলকাতা এবং কলকাতা সংলগ্ন একাধিক এলাকা জলমগ্ন। সোমবার সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি। অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হন। আইটি হাব কলেজমোড়, ট্যাংরা চায়না টাউন, সৈয়দ আমির আলী এভিনিউ, মোমিনপুর, সাদান এভিনিউ, ঠন ঠনিয়াকালীবাড়ি সহ উত্তর থেকে দক্ষিণ কলকাতা জল জমে লাগাতার বৃষ্টি জন্য। ফলে ট্রাফিক অতন্ত্য ধীর গতি ছিল। যদিও বৃষ্টি কমতেই কলকাতা পুরসভা তরফ থেকে জমা জল সরাতে তৎপর হন। কিছু ক্ষণের মধ্যে জল নেমে যায়। কিন্তু সোমবার সপ্তাহের প্রথম দিন অফিস যাত্রীরা নাকাল হন। অটো পেতে, বাস পেতে রীতিমতো বেগ পেতে হয়।
আরও পড়ুন: রাজ্যে চতুর্থ বিমানবন্দর, শীঘ্রই বাণিজ্যিকভাবে উড়ান চালু এই জেলায়!
যাত্রীদের একাংশের অভিযোগ, অনেকে অটো ভাড়া, রিকশা ভাড়া এই সুযোগে বেশি নিচ্ছে। অফিস টাইমে বৃষ্টির ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফ্তর, রাজ্য সরকার তরফ থেকে সমূদ্রে মৎস জীবিদের যেতে নিষেধ করেছেন অশনির কারনে।কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পক্ষ থেকেও অশনির প্রভাবে বেশি বৃষ্টির কারনে যাতে সমস্যা না হয় তার জন্য পুলিশ সব রকম ভাবে প্রস্তুত। যদি গাছ পড়ে যায় তাই মোতায়েন কলকাতা পুরসভার কর্মীরাও, NDRF, এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহরে রাস্তার পাশে যেসব গাছ রয়েছে সেগুলো ডালপালা ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। যাতে গাছ রাস্তায় পড়ে যানজট না হয়। উপকূল এলাকায় চলছে পুলিশের মাইকিং, সতর্ক করা হচ্ছে বাসিন্দা অ পর্যটকদের। সব মিলিয়ে বলা যায় NDRF, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভা তরফ থেকে সমস্ত দিক অশনিকে রুখতে প্রস্তুত থাকছে।