TRENDING:

যাদবপুরে শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত হিন্দোল মজুমদার! স্পেন থেকে দিল্লিতে নামতেই গ্রেফতার

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে অগ্নি সংযোগের ঘটনায় গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী হিন্দোল মজুমদার। স্পেন থেকে বুধবার দেশে ফিরতেই দিল্লি বিমানবন্দরে আটক করে দিল্লি পুলিশের টিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলা এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে অগ্নি সংযোগের ঘটনায় গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী হিন্দোল মজুমদার। স্পেন থেকে বুধবার দেশে ফিরতেই দিল্লি বিমানবন্দরে আটক করে দিল্লি পুলিশের টিম।
ব্রাত্যর উপর হামলায় গ্রেফতারি
ব্রাত্যর উপর হামলায় গ্রেফতারি
advertisement

আরও পড়ুন: রাখি পরিয়েছিল বোন, রাতেই কিশোরীর সঙ্গে জোর করে সঙ্গম করে খু*ন করল তুতো দাদা! শিউরে ওঠার মতো ঘটনা

শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় কলকাতা পুলিশের তরফে লুক আউট জারি করা ছিল। বুধবার সকালে ভারতের মাটিতে পা দেওয়া মাত্রই দিল্লি পুলিশের তরফে অভিযুক্তকে আটক করে কলকাতা পুলিশকে জানানো হয়। এরপরে কলকাতা পুলিশের টিম দিল্লি পৌঁছে তাকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হবে অভিযুক্ত হিন্দোলকে।

advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দোল বর্তমানে স্পেনে গবেষণারত। বুধবারই তিনি দিল্লি ফিরেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি থাকায় অভিবাসন বিভাগ তাঁকে আটকায়।

আরও পড়ুন: রাখি পরিয়েছিল বোন, রাতেই কিশোরীর সঙ্গে জোর করে সঙ্গম করে খু*ন করল তুতো দাদা! শিউরে ওঠার মতো ঘটনা

প্রসঙ্গত, ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার যে ঘটনা ঘটেছিল তাতে মূল অভিযুক্ত ছিলেন হিন্দোল, এফআইআরে তার নাম ছিল। সেই দিন তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুরে গিয়েছিলেন ব্রাত্য। তখনই বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী। গাড়ি ভাঙচুর করা হয় এমনকি জখম হন শিক্ষামন্ত্রীও। ছাত্রছাত্রীদের তরফেও দাবি করা হয় কয়েকজন আহত হয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত হিন্দোল মজুমদার! স্পেন থেকে দিল্লিতে নামতেই গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল