গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে এর আগে তরজা কম হয়নি৷ আজকের আগে ওই অবৈধ নির্মাণ ভেঙে পড়ার কারণে মোট ১১ জনের মৃত্যু হয়েছিল৷ এ বারে সেই সংখ্যাটি বেড়ে হল ১২৷ গার্ডেনরিচের ওই অবৈধ নির্মাণের প্রমোটারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ৷ কিন্তু শহরজুড়ে বিভিন্ন অঞ্চলের অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷
advertisement
বিজেপি একাধিক বার আক্রমণ করেছে শাসকদল তৃণমূলকে৷ তাদের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়ে এ বারে অবৈধ নির্মাণ বেড়ে চলেছে শহরের নানা প্রান্তে৷ এদিরে গার্ডেনরিচের ঘটনার পর থেকেই অতিসতর্ক হয়েছে কলকাতা পুরসভা৷ দফায় দফায় মিটিং করেছেন খোদ মহানাগরিক ফিরহাদ হাকিম৷ তিনি আরও কড়া হাতে এই বিষয়টি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 8:28 PM IST