TRENDING:

সরগরম ভোটের বাজার, প্রচারে খামতি রাখতে নারাজ কোনও দলই

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে প্রচারের গ্ল্যামার। কেউ মন্দির, মসজিদে প্রার্থনা সেরে প্রচারে নামছেন তো কেউ প্রচারের ফাঁকে নাচের তালে পা মেলাচ্ছেন। ভোটবাজারে জমাটি প্রচারে প্রার্থীরা। মঙ্গলবার প্রচারের ফাঁকে রামপুরহাটের মাসরা গ্রামে নাচের তালে পা মেলালেন তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। মঙ্গলবার বীরভূমের রামপুরহাট ১ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি।
advertisement

প্রচারে নামেন বীরভূমের সিপিএম প্রার্থী রেজাউল করিমও। এদিন সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়।সোমবারই প্রার্থী ঘোষণা হয়েছিল। পরদিন সকাল থেকেই প্রচারে নেমে পড়েন বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজি আব্দুর রহিম। কংগ্রেসের ৮ বারের বিধায়ক আবদুল গফফরের ছেলে আব্দুর রহিম। মঙ্গলবার সকালে মাজারে প্রার্থনা সেরে বেরিয়ে পড়েন প্রচারে। কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনেও হাত লাগান।

advertisement

আরও পড়ুনবিজেপির রাম রথ কে টেক্কা দিয়ে ভোট প্রচারে তৃণমূলের দশরথের রথ

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

মঙ্গলবার সাতসকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী চন্দ্র বোস। মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে প্রচারও সারলেন। মঙ্গলবার সকাল থেকে কর্মীদের নিয়ে যাদবপুরের বিভিন্ন এলাকায় প্রচার চালান বিজেপি প্রার্থী অনুপম হাজরা।কামারপুকুর রামকৃষ্ণ মঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়। কর্মীদের নিয়ে কামারপুকুর ও চন্দ্রকোণায়ও প্রচার চালান। বালুরঘাটে প্রচারে নামেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সরগরম ভোটের বাজার... প্রচারে খামতি রাখতে নারাজ কোনও দলই...

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সরগরম ভোটের বাজার, প্রচারে খামতি রাখতে নারাজ কোনও দলই