TRENDING:

ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে

Last Updated:

ভাগাড়ের মাংস কারবারের জের ৷ মুরগির মাংস নিয়ে অতঙ্কিত সাধারণ মানুষ ৷ তাই তো মাংস ছেড়ে এখন মাছের দিকে ঝুঁকছে আম বাঙালি ৷ স্বাভাবিকভাবেই মাংস ব্যবসায় টান পড়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাগাড়ের মাংস কারবার ও মরা মুরগি বিক্রির জের ৷ মুরগির মাংস নিয়ে অতঙ্কিত সাধারণ মানুষ ৷ তাই তো মাংস ছেড়ে এখন মাছের দিকে ঝুঁকছে আম বাঙালি ৷ স্বাভাবিকভাবেই মাংস ব্যবসায় টান পড়েছে ৷
advertisement

আরও পড়ুনপচা মাংসের কারবার রুখতে এবার তৎপর প্রশাসন

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন , গত ১মাসে প্রায় ৫০শতাংশ কমে গেছে মাংস বিক্রির হার ৷ ভাগাড়ের মাংসের কথা সামনে আসতে পুরসভার পক্ষ থেকে নানাবিধ নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ নজরদারির জন্য  বিশেষ কমিটি তৈরির কথাও ঘোষণাও করা হয়েছে ৷ বরফে সংরক্ষিত মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা ৷ আজই এই মর্মে বাজারগুলিকে নোটিস দেওয়া হবে ৷

advertisement

প্রসঙ্গত ভাগাড়কাণ্ডে ধৃত বিশ্বনাথ ঘোড়ুইকে জেরা করে উঠে এসেছে চঞ্চল্যকর তথ্য ৷ জানা গেছে সেই মাংসের প্রায় ৪০শতাংশ পাচার হত নিউমার্কেট এলাকায় ৷ তারপরই পুরসভার এই তৎপড়তা ৷

তবে বিক্রেতাদের দাবি, তাজা মাংস বিক্রি করা হয় নিউমার্কেটে ৷ মরা মাংস তো দূরের কথা, ফ্রিজারের মাংসও বিক্রি করেন না তারা , জানাচ্ছেন নিউমার্কেট চত্বরের মাংস বিক্রেতারা ৷ নোটিস ধরিয়ে , তাদের বিরুদ্ধে পুরসভা অপপ্রচার করছে, অভিযোগ নিউমার্কেটের মাংস বিক্রেতাদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আরও পড়ুন ভাগাড়ের মরা পশুর মাংস কারবারের তদন্তভার গেল সিআইডি-র হাতে

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে