TRENDING:

Accident: একের পর এক দুর্ঘটনা কলকাতায়, এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র অতীন ঘোষ!

Last Updated:

Accident: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে আসার সময় তালতলায় পথ দুর্ঘটনায় পড়েন অতীন ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সপ্তাহের শুরুর দিনই কলকাতায় একের পর এক দুর্ঘটনা। সোমবার কলকাতার দুটি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। আর সেই দুই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পথ দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
অতীন ঘোষের গাড়িতে দুর্ঘটনা
অতীন ঘোষের গাড়িতে দুর্ঘটনা
advertisement

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে আসার সময় তালতলায় পথ দুর্ঘটনায় পড়েন অতীন ঘোষ। এসএন ব্যানার্জী রোডে সরকারি বাস অতীন ঘোষের গাড়ির বাঁদিকে ধাক্কা মারে বলে অভিযোগ। তবে, বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ এখনও সুস্থ আছেন বলে খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাপুজোয় এবার ঘুরে আসুন গুজরাত, বার্নপুরের থিমে ফুটে উঠেছে খোদালধাম
আরও দেখুন

অতীন ঘোষ জানান, তালতলায় যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেখানে বাস স্টপ আছে। তাঁর গাড়ি ডান দিক ঘেঁষেই যাচ্ছিল। বাসটির যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও ছিল। তার পরও এই ঘটনা। তবে পুরসভায় যাওয়ার তাড়া থাকায় তিনি কোনও অভিযোগ দায়ের করেননি। জানান, পুলিশ যদি কোনও সুয়োমোটো মামলা করে, করতে পারে বলে জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: একের পর এক দুর্ঘটনা কলকাতায়, এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র অতীন ঘোষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল