সোমবার বিকেলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে একদিনে এত মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, মৃতদের এবং আহতদের জন্য ক্ষতিপূরণেরও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, বজ্রাঘাতে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে৷ আহতরা পাবেন ৫০ হাজার টাকা৷
advertisement
বজ্রাঘাতে শুধুমাত্র হুগলি জেলাতেই ৯ জনের মৃত্যু হয়েছে৷ মুর্শিদাবাদে মারা যান আরও ৯ জন৷ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের৷ নদিয়ার নবদ্বীপ থেকেও বজ্রাঘাতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ সোমবার দুপুর থেকেই নেমেছিল রাতের অন্ধকার। তারপর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। যার জেরে প্রবল গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছিল বটে, কিন্তু প্রাণ খোয়ান ২৮ জন। এরপরই তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ইয়াস দুর্গতদের পাশেও দাঁড়িয়েছিলেন তিনি। এবার বজ্রাঘাতে মৃতদের পাশে দাঁড়াতেও সময় নিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
