TRENDING:

Abhishek Banerjee: গণেশ চতুর্থীতে নবজোয়ারের ছবি প্রকাশ! অভিষেককে 'জননেতা' আখ্যা! লোকসভা ভোটের আগেই বড় তাস তৃণমূলের

Last Updated:

Abhishek Banerjee: গণেশ পূজার দিন নবজোয়ারের ভিডিও ট্যুইট করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে কি সব জল্পনা সত্যি প্রমাণিত করে লোকসভা নির্বাচনের আগেই ফের নবজোয়ার যাত্রা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : গণেশ পূজার দিন নবজোয়ারের ভিডিও ট্যুইট করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে কি সব জল্পনা সত্যি প্রমাণিত করে লোকসভা নির্বাচনের আগেই ফের নবজোয়ার যাত্রা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়?
ফের নবজোয়ার যাত্রা অভিষেকের?
ফের নবজোয়ার যাত্রা অভিষেকের?
advertisement

আরও পড়ুন: ভাড়া কমবে হলুদ ট্যাক্সির…? পরিবহণমন্ত্রীর ‘বিরাট’ ঘোষণা! ক্যাব ড্রাইভারদের জুলুমবাজির ইতি

পঞ্চায়েত নির্বাচনে দলের সাফল্যর পিছনে অনেকেই নব জোয়ার যাত্রার কথা বলেছেন। দুর্নীতির অভিযোগে শাসক দলের বিরুদ্ধে যখন বিরোধী দলগুলি ছিল সরব ঠিক তখনই নব জোয়ার কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রের বঞ্চনার ইস্যুতে সরব হয় তৃণমূল। এই কাউন্টার ন্যারেটিভেই পঞ্চায়েত ভোটে অংশ নেয় শাসক দল। সাফল্য আসে। তৃণমূলের ভোট সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । কিন্তু অঙ্কের হিসেবে রাজ্যের সব জেলায় জেলা পরিষদ গঠন করেছে তৃণমূলই।

advertisement

লোকসভার আগেও তাই নব জোয়ারের উপরই আস্থা রাখছে তৃণমূল? তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে উৎসবের মরসুম শেষ হলেই নব জোয়ার ২ নিয়ে অভিযান শুরু করবেন অভিষেক। দলের তরফে এই মর্মে কোনও চূড়ান্ত শিডিউল বা বিবৃতি আসেনি। তবে আলোচনার অন্ত ছিল না। এরইমধ্যে গণেশ পূজার বিকেলে শাসক দলের নব জোয়ারের ভিডিও পোস্ট। নিঃসন্দেহে জল্পনা আরও বাড়িয়ে দিল এই পোস্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মালদহের ইংলিশ বাজারে নব জোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বলা যায় ইঙ্গিত করেছিলেন পঞ্চায়েত পেড়িয়ে নব জোয়ার যাত্রাই বিজেপিকে হঠাবে। বিজেপির বিরুদ্ধে চরম লড়াই সামনে। লোকসভাকে সামনে রেখে। আর লোকসভার আগে আবার নব জোয়ার যাত্রাকেই কি হাতিয়ার করছেন অভিষেক? হাতিয়ার করছে তৃণমূল? সিদ্ধিদাতার উৎসবের দিন এই পোস্ট জল্পনা বাড়িয়ে দিল নিঃসন্দেহে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: গণেশ চতুর্থীতে নবজোয়ারের ছবি প্রকাশ! অভিষেককে 'জননেতা' আখ্যা! লোকসভা ভোটের আগেই বড় তাস তৃণমূলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল