TRENDING:

Abhishek Banerjee: দিল্লি থেকে ফিরেই ঘরের কাজে জোর! ১০ অগাস্টের বৈঠক ঘিরে তোড়জোড়, বড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক

Last Updated:

ফলে ১০ আগস্টের বৈঠকের দিকে নজর সব মহলের। লোকসভা ভোটের ছ’মাস আগে ডায়মন্ড হারবারে সাংসদ তহবিল এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প-সহ কী কী কাজ হয়েছে, তার রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন অভিষেক। অভিষেক হিসাব দিয়েছিলেন, দৈনিক এবং প্রতি ঘণ্টায় ডায়মন্ড হারবারে কত টাকা খরচ হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দিল্লিতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসে তিনি একটি  প্রশাসনিক বৈঠকে বসবেন বলে খবর। জেলাস্তরে গুঞ্জন, অভিষেকের তৈরি করা ‘ডায়মন্ড হারবার মডেলে’ নতুন কিছু সংযোজন হতে পারে। ডায়মন্ড হারবারে এই রিভিউ মিটিং হতে চলেছে৷
advertisement

এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনে অংশ নিতে দিল্লিতে ব্যস্ত অভিষেক। সেখান থেকে ফিরেই ডায়মন্ড হারবার যাবেন বৈঠক করতে। আগামী ১০ অগাস্ট, শনিবার বিধায়ক সহ সকলের সঙ্গে বৈঠক করে কাজের খতিয়ান নিয়ে আলোচনা করবেন তিনি। তার উপর ভিত্তি করে আগামী দিনে আরও কাজের পরিকল্পনা করতে পারেন সাংসদ।

ফলে ১০ আগস্টের বৈঠকের দিকে নজর সব মহলের। লোকসভা ভোটের ছ’মাস আগে ডায়মন্ড হারবারে সাংসদ তহবিল এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প-সহ কী কী কাজ হয়েছে, তার রিপোর্ট কার্ড প্রকাশ করেছিলেন অভিষেক। অভিষেক হিসাব দিয়েছিলেন, দৈনিক এবং প্রতি ঘণ্টায় ডায়মন্ড হারবারে কত টাকা খরচ হয়েছে।

advertisement

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ কাণ্ডে বারবার তলব! মণীশ জৈনকে সরানো হল স্কুল শিক্ষা দফতরের সচিবের পদ থেকে

তার পরে গত ডিসেম্বরে তাঁর লোকসভা কেন্দ্র এলাকায় বার্ধক্যভাতা দেওয়ার ক্ষেত্রেও বাড়তি উদ্যোগ নিয়েছিলেন তৃণমূলের সেনাপতি। এমনও ঘোষণা করেছিলেন যে, ১ জানুয়ারি থেকে যদি রাজ্য সরকার ডায়মন্ড হারবারের ৬০ হাজার প্রবীণকে বার্ধক্যভাতা না দেয়, তা হলে তিনি নিজেই তাঁদের ভাতা প্রদানের ব্যবস্থা করবেন। সেই মর্মে নাম নথিভুক্তকরণের কাজও শুরু করে দিয়েছিল সাংসদের টিম।

advertisement

পরবর্তী সময়ে সেটি রাজ্য সরকারের প্রকল্পে নথিভুক্ত হয়ে যায়। অভিষেক জিতেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে ৭ লক্ষ ১০ হাজার ভোটে পিছনে ফেলে। ফলে বিপুল ভোটে জিতে তাঁর কাজের গতি এবার আরও বাড়বে বলে মনে করছেন তাঁর রাজনৈতিক সতীর্থরা।

আরও পড়ুন: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা..বাড়ছে সময়ও

advertisement

ভোটে জেতার পরে তিনি আমতলায় তাঁর সংসদীয় অফিসে গিয়ে দেখা করেছিলেন তাঁর এলাকার নেতাদের সাথে। নির্বাচনে জেতার পরে তাঁদের সাথে ভোটের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছিলেন। এবার প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে সেই কাজের গতিকে আরও বাড়াতে চায় টিম অভিষেক।

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

ভোট পর্ব মিটতেই এবার সংসদীয় এলাকায় উন্নয়নের কাজ শুরু করবেন অভিষেক। তাঁর ‘ডায়মন্ড হারবার মডেল’ বহু ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে একাধিকবার। এবার এই উন্নয়ন মডেলে নতুন কী কী সংযোজন হবে তা নিয়ে পরিকল্পনা নিতে পারে সংসদ অভিষেক বলে খবর সূত্রের। সেই সঙ্গে চলমান প্রকল্পগুলির অগ্রগতির হিসেব ও নেবেন সাংসদ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: দিল্লি থেকে ফিরেই ঘরের কাজে জোর! ১০ অগাস্টের বৈঠক ঘিরে তোড়জোড়, বড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল