TRENDING:

Abhishek Banerjee Kalyan Banerjee: রেগে আগুন কল্যাণ, পদ ছাড়ার পরই অভিষেকের সঙ্গে কী কথা হল? ফাঁস করলেন শ্রীরামপুরের সাংসদ

Last Updated:

এ দিন লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন কল্যাণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ এ দিনই অভিষেকের নাম লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পরই মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ৷ অভিষেক তাঁকে দলের মুখ্যসচেতক হিসেবেই তিন-চার দিন কাজ চালানোর অনুরোধ করেছেন বলেও জানান কল্যাণ৷
কল্যাণকে ফোন অভিষেকের৷
কল্যাণকে ফোন অভিষেকের৷
advertisement

কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফোনে অভিষেক তাঁকে জানিয়েছেন তিন ৭ অগাস্ট দিল্লিতে আসবেন৷ তখন তিনি কল্যাণের সঙ্গে দেখা করে তাঁর সমস্ত ক্ষোভ বিক্ষোভের কথা শোনার আশ্বাসও দিয়েছেন লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা৷

এ দিন লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন কল্যাণ৷ তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় তাঁর ভূমিকা নিয়ে আঙুল তোলাতেই তিনি পদ ছেড়েছেন৷ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দল পদক্ষেপ না করাতেও তিনি যে হতাশ, তাও স্পষ্ট করে দিয়েছেন কল্যাণ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় দয়াময়ী কালী মন্দিরে একাধিক আয়োজন, 'জাগ্রতা' দেবীর কাছে পুজো দিতে ভক্তদের ভিড়
আরও দেখুন

শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘মমতাদি অভিযোগ করেছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না, ফলে আঙুল তো আমার দিকে তোলা হচ্ছে৷ তাই আমি ছেড়ে দিলাম৷ শুধু তাই নয়, কল্যাণ অভিযোগের সুরে আরও বলেন, দিদি বলছেন ঝগড়া করছে৷ যাঁরা আমাকে গালাগাল দেয় আমি কি সহ্য করব? দলকে জানিয়েছি, দল আমাকেই উল্টে দায়ী করছে৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Kalyan Banerjee: রেগে আগুন কল্যাণ, পদ ছাড়ার পরই অভিষেকের সঙ্গে কী কথা হল? ফাঁস করলেন শ্রীরামপুরের সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল