মহিলা বাড়িতে একাই থাকতেন বলে জানা যায়। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না তাঁকে আজ আচমকাই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পম্পা দাস। ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ।
জানা গিয়েছে, বছর ৩১-এর এই মহিলা উত্তর ২৪পরগনা ন্যাজাটের বাসিন্দা। নিউ টাউন আদর্শ পল্লীর একটি বাড়ির নিচের তলায় ভাড়া নিয়ে একাই থাকতেন তিনি। স্থানীয় বাসিন্দারা ২ থেকে তিন দিন তাঁকে দেখতে না পাওয়ায় আজ বিকেলে খোঁজ করতে শুরু করেন। তখনই তাঁর ঘরের সামনে যেতেই পচা দুর্গন্ধ বেরোতে থাকে। এর পর স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরাই পুলিশকে খবর দেন।
advertisement
আরও পড়ুন- করোনায় আক্রান্ত পুলিশ কর্তা! হু হু করে বাড়ছে, রাজ্যে কত হল কোভিড আক্রান্তের সংখ্যা?
ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত দেহ দেখতে পায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।