পঞ্চায়েত ভোটে বাংলায় সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে তথ্যানুসন্ধান (Fact Finding) দল পাঠাচ্ছে বিজেপি। দলে রয়েছেন বিজেপির চার সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। এলাকা পরিদর্শন করে দ্রুত দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।
advertisement
পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের দিনেই মৃত্যু হল ১৫ জনের৷ তার মধ্যে শুধু মাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রাণ গেল ৫ জনের৷ উত্তর থেকে দক্ষিণ, শনিবার রাজ্যের একাধিক জেলায় ঘটেছে প্রাণহানির ঘটনা৷ রাজ্য নির্বাচন কমিশনার অবশ্য দাবি করেছেন, ভোটের হিংসায় শনিবার মাত্র তিন জনের মৃত্যু হয়েছে৷ যদিও নির্বাচন কমিশনের এই দাবি উড়িয়ে দিয়েছে বিরোধীরা৷ প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটের পর রাজ্যে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতেও বিজেপি তথ্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বঙ্গে। বিজেপির ওই তথ্যানুসন্ধানী দলের অন্যতম সদস্য ছিলেন বাংলার বর্তমান সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন: বড় সুখবর! অবিবাহিতরাও পাবেন পেনশন! মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে নিশানা করে লাগাতার আক্রমণ শানাতে দেখা গেছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ বঙ্গ পদ্ম শিবিরের একাধিক নেতাকে। আর ভোট মিটতেই সেই আক্রমণের ঝাঁঝ কয়েকগুণ বাড়াল গেরুয়া শিবির।