হাওয়া অফিসের খবর, টানা এক সপ্তাহ জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে৷ আজ অর্থাত্ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি৷ দিনের তাপমাত্রা নামল অনেকটাই৷
সোমবার দিনের তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে যা ৫ ডিগ্রি কম৷ ফেতাইয়ের প্রভাবে মঙ্গলবার সকাল থেকেই মুখভার আকাশের৷ বৃষ্টিও চলছে৷ সঙ্গে ঠান্ডা হাওয়া৷ আকাশ পরিষ্কার হলেই কনকনে শীতের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস৷
advertisement
Location :
First Published :
December 18, 2018 11:07 AM IST
